নিজস্ব প্রতিনিধি— জরুরি ভিত্তিতে রানওয়েতে অবতারণের সময় আগুনের গ্রাসে পড়ল রাশিয়ার এরোফ্লোত উড়ান সংস্থার সুখোই সুপারজেট যাত্রীবিমান। রাশিয়ার তাস সংবাদসংস্থা জানিয়েছে দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত পক্ষে ৪১ জন আরোহী।
ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর-পশ্চিম রাশিয়ার শহর মারমানস্কের শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে। রবিবার সন্ধে ৬.০২ নাগাদ বিমানটি ওড়ার পরই তার মধ্যে কিছু ত্রুটি ধরা পড়ে। বিমান থেকে সেই খবর দেওয়া হয় এটিসিতে। ফলে সেটিকে অবতরণ করতে বলা হয়। সাড়ে ছটা নাগাদ সেটি অবতরণ করে। জরুরি অবতরণের সময় আচমকা আগুন লাগে সুখোই সুপারজেট বিমানের পিছনের অংশে। রাশিয়ার সরকারি টিভি চ্যানেলে প্রচারিত ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, বিমানের লেজের উপর দিক থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। এরপর বিমানবন্দরে নিরাপত্তা কর্মীরা যাত্রীদের নামিয়ে আনার চেষ্টা করলেও মৃত্যু হয় ৪১ যাত্রীর। বিমানটিতে ৭৮ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদের অনেকেই অবস্থা এখন শোচনীয়। আহত যাত্রীদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার কারণ অসুসন্ধানে তদন্তের উদ্যোগ নিয়েছে রাশিয়ার বিমান মন্ত্রক।
The moment the flaming Aeroflot Superjet makes an emergency landing at Sheremetyevo. Reports that a lightning strike may have lit the engine on fire https://t.co/ySVAWQkycp pic.twitter.com/sLKBhW0JLf
— Alec Luhn (@ASLuhn) May 5, 2019