বিরোধী সুর পৌছাল ট্রাম্পের দেশেও, 'ইন্ডিয়া'স ডিভাইডার ইন চিফ' দেশের নির্বাচন চলাকালীন মোদীকে অস্বস্তিতে ফেলল আমেরিকান 'টাইম'

নিজস্ব সংবাদদাতা: আমেরিকান একটি সাপ্তাহিক ম্যাগাজিন ‘টাইমে’ ২০শে মে প্রকাশিত হবে আতীশ তাসীরের লেখা একটি নিবন্ধ। যার নাম ‘Can the World’s Largest Democracy Endure Another  Five Years Of a Modi Govermenet?’ মানে দাঁড়ায় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র কি মোদী সরকারকে আরো পাঁচ বছর ধরে সহ্য করবে। লেখক এই নিবন্ধে বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু ধর্মনিরপেক্ষতার ধারণার সাথে  বর্তমান মোদী সরকারের আমলে হিন্দু-মুসুলমান সম্পর্কে  ভেদাভেদ সৃষ্টি করা হচ্ছে। তিনি আরো বলেছে, ২০০২ সালের গোধরা দাঙ্গায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এবং নরেন্দ্র মোদী এই সবকিছুর জন্য দায়ী।

২০১২ সালেও ‘টাইম’ ম্যাগাজিনের একটি নিবন্ধেও নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করা হয়েছিল। সেখানে নরেন্দ্র মোদীকে একজন বির্তকিত, উচ্চাকাঙ্খী এবং ধূর্ত রাজনীতিক হিসাবে বর্ণানা করা হয়েছিল। এই টাইম ম্যাগাজিনের কভার পেজে ভারতের প্রধানমন্ত্রীর ছবি ছাপা হবে। এবং শিরোনাম থাকবে, ‘ইন্ডিয়া’স ডিভাইডার ই্ন চিফ’। যার মানে বোঝায় ভারতের মুখ্য বিভাজনকারী। এর আগও একাধিকবার বিরোধী রাজনৈতিক দলের নেতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতির করার অভিযোগ তুলেছে। তাদের সেই সুর ধরেই এবার আমেরিকান ম্যাগাজিন জানাচ্ছে ইন্ডিয়া’স ডিভাইডার ইন চিফ। আক্ষরিক অর্থে যার নিশানায় সেই মোদী। দেশে লোকসভা নির্বাচন চলাকালীন এই নিবন্ধ সামনে আসলে তা নিঃসন্দেহে রাজনৈতিক মহলে যে হৈচৈ ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন