আমার সকাল : সকালে পান্তা ভাত আর সারাটা দিন আম পোড়ার সরবত খেয়ে ভোট প্রচার সারছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ঝাড়খন্ড পার্টি (নরেন) ও ঝাড়খন্ড আদিত্য গোষ্ঠীর জোট প্রার্থী বীরবাহা হাসদা। গ্রীষ্মের এই ভরা রোদ গরমকে মাথায় নিয়ে ভোট প্রচার করে চলেছেন বিরবাহা সরেন। উল্লেখ্য ঝাড়খন্ড পার্টি (নরেন) ভেঙেই এক সময় তৈরি হয়েছিল আদিত্য কিস্কুর নেতৃত্বে ঝাড়খন্ড অনুশীলন পার্টি।তারপর থেকে দুটি দল আলাদাভাবে বিভিন্ন নির্বাচনে লড়েছে। তবে আবারও দুটি দল এক সাথে লোকসভা নির্বাচনে যৌথ প্রার্থী দেওয়াতে ঝাড়খন্ডী মনোভাবাপন্ন লোকজন উজ্জীবিত হবেন বলে মনে করছে নেতৃত্ব।

প্রশ্নঃ- ভোট বাকি আর দুদিন ! আপনি কতটা আশাবাদী জেতার ব্যাপারে?
উঃ হার জিত আমার কাছে ফ্যাক্টর না। আমি আদিবাসী মানুষজনদের জন্য লড়াইটা শুরু করেছি। আগামী দিনেও এই লড়াই চালিয়ে যাবো। তাই হার জিত নিয়ে আমি চিন্তিত নয়।
প্রশ্নঃ- চলচিত্র জগত থেকে হঠাৎ রাজনীতির ময়দানে নামলেন কেন?
উঃ আমি ছোট বেলা থেকে রাজনীতিকে ভালোবাসি। আমার রক্তে রাজনীতি রয়েছে। চলচ্চিত্র জগতে গিয়েছিলাম একটা পরিচিতি পাওয়ার জন্য। আজ সেই পরিচিত আমি পেয়েছি। আমাকে সবাই চেনে। এখন রাজনীতি নিয়ে অনেকে বিজনেস করছে আমি এখানে সেই বিজনেস করতে আসিনি।

প্রশ্ন:- ভোট প্রচারে মানুষের কাছ থেকে কি রকম সাড়া পাচ্ছেন?
উঃ- এলাকায় আমাকে সবাই চেনে। আমি চলচ্চিত্র জগত থেকে পরিচিত পেয়েছি। সেই সুত্রে আমাকে আলাদা ভাবে পরিচিতি করতে হচ্ছে না। আমি এলাকায় পৌছানো মাত্র সবাই বেরিয়ে আসছেন। আমার সাথে কথা বলছেন। আমিও তাদের সাথে কথা বলেছি। সবাই আমাকে আর্শিবাদ করেছেন।
আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তৃণমূল আর বিজেপি তাদের সাথে কতটা টেক্কা দিতে পারবেন?
উঃ আমি আগেই বলেছি হার জিত এখানে বড় ব্যাপার নয়। আর তৃণমূল, বিজেপি এরা দু দলেই মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়েছে। তাই মানুষ এখন বুঝতে শিখেছে কোনটা ঠিক আর কোনটা ভুল। তাই আমি আশা করি আমি যথেষ্ট ভোট পাবো। আমার কাছে কেউ প্রতিপক্ষ নেই।

প্রশ্নঃ- ঝাড়্গ্রাম লোকসভার মধ্যে মোট সাতটি বিধানসভা রয়েছে। বিধানসভা ভিত্তিক আপনি কতটা আশাবাদী?
উঃ দেখুন এখানে ভোট যদি শান্তিপূর্ণ ভাবে হয় তা হলে আমি ভোট যথেষ্ট পাবো। তবে মানুষকে স্বস্তঃস্ফূর্ত ভাবে তার গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দিতে হবে। কোনও ভাবে প্রভাবিত করা চলবে না। তা হলে আমি নিশ্চিত জিতবো।
প্রশ্নঃ- পঞ্চায়েত ভোটে বিজেপি ঝাড়্গ্রাম জেলায় ভালো ফল করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আপনিকি টেক্কা দিতে পারবেন?
উঃ জল, জঙ্গল ও জমির কথা বলে আদিবাসী মানুষজনের ভোট পেতে চাইছে বিজেপি। সেই বিজেপি আদিবাসীদের জল জঙ্গলের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। তাই আদিবাসী মানুষজন বুঝে গিয়েছে বিজেপি তাদের পাশে নেই।
প্রশ্নঃ- ভোট প্রচারের ময়দানে আপনাকে সেভাবে বড় জনসভা করতে দেখা যায়নি কেন?
উঃ অন্যান্য দলের মতো অত টাকা আমার নেই। তাই প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা হওয়ার দিন থেকে বিভিন্ন গ্রামের মানুষজনের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষজনের সাথে কথা বলেছি, মিছিল করেছি, বৈঠক করছি। আদিবাসী মানুষজনকে সব দিন বঞ্চিত করা হয়েছে। আমি মুলত আদিবাসী সমাজের বিভিন্ন দাবিদাওয়া গুলিকে তুলে ধরে আদায় করবো

প্রশ্নঃ- আপনার মুল প্রতিদ্বন্দী কে ?
উঃ আমার কেউ প্রতিদ্বন্দী নেই। আমি মানুষের হয়ে কাজ করতে এসেছি। যতদিন থাকবো মানুষের হয়ে কাজ করে যাবো।
প্রশ্ন :- ঝাড়খন্ড পার্টি (নরেন ) ঝাড়খন্ড অনুশীলন পার্টির জোট প্রার্থী আপনি এই জোট নির্বাচনে জয় লাভের ক্ষেত্রে ভবিষ্যৎ কি হবে?
উ:- এই লড়াই তাদের অস্তিত্ব রক্ষার। জয় নিয়ে আমি চিন্তিত নয়।
প্রশ্নঃ- এই জোট আখেরে ভোট কাটা কাটির খেলায় শাসক দলকে লাভবান করবে?
উঃ- কার কিসে ফায়দা তা জানার দরকার নেই। আমরা লড়চ্ছি নিজের অস্তিত্ব রক্ষার জন্য। প্রথমে নির্দলে দাঁড়ানোর কথা ছিল। পরে আমরা দুটি দল বসে সিদ্ধান্ত হওয়ার পর এক যোগ আমার নাম ঘোষণা করা হয়েছে।