দেশের সব রাজ্যকে পিছনে ফেলে ভোটদানে শীর্ষস্থান দখল করল পশ্চিমবঙ্গ ৷

ষষ্ঠ দফা ভোটদানে দেশের সব রাজ্যকে পিছনে ফেলে  শীর্ষস্থান দখল করল পশ্চিমবঙ্গ ৷আজ রবিবারের  নির্বাচনের দিন তাপমাত্রা ৪০ ডিগ্রীর আশেপাশে ঘোরাফেরা করেছে।জ্বালাপোড়া গরমে অস্বস্তি চরমে ৷তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ৷রাজনৈতিক উত্তেজনার পারদ ও চরমে । ভোটদানের হার নিয়েও আশঙ্কায় ছিলেন রাজনীতিবিদেরা ৷ 

গত পাঁচ দফায় দেশে ভোট দানে রাজ্যের স্থান শীর্ষে ৷ প্রথম দফায় পশ্চিমবঙ্গে ভোটদানের হার ছিল ৮১%, দ্বিতীয় দফায় ভোট পড়ে ৭৬.০৭%, তৃতীয় দফায় আরেকটু বেড়ে ভোটদানের হার ৭৮.৯৭%, চতুর্থ দফায় রাজ্যে ৫টা পর্যন্ত গড় ভোটের হার ৭৬.৪৪% এবং পঞ্চম দফাতেও ভোট পড়ে ৭৩.৯৭% ৷ এবার ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গ নিজেই নিজের রেকর্ড ভাঙল ৷ মোট ৮টি লোকসভা আসনে সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়ল ৮০.১৬% ৷

ভোটদান নিয়ে বরাবরই সচেতন বঙ্গবাসী ৷ ভোটাধিকার প্রয়োগের জন্ম সময় থেকেই ভোট দানের হারে দেশের মধ্যে এগিয়ে  পশ্চিমবঙ্গ ৷  অন্যান্য রাজ্যের ভোট দানের হার হল ,বিহারে বিকেল ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৫৯.২৯্‌ হরিয়ানাতে বিকেল ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৬২.৮৫% , মধ্যপ্রদেশে বিকেল ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৬০.৩৬% , উত্তরপ্রদেশে বিকেল ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৫৩.২১% , ঝাড়খণ্ডে বিকেল ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৬৪.৪৬% , দিল্লিতে বিকেল ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫.৬১% , বিকেল ৬টা পর্যন্ত গোটা দেশে ভোটের হার- ৬১.০২%

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন