হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এসএসকেএম হাসপাতালে প্রয়াত হলেন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী অমর পাল। লোকসঙ্গীতে দুই বাংলায় খুবই জনপ্রিয় ছিলেন শিল্পী।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।শনিবার সকালেও ছাত্র-ছাত্রীদের গানের ক্লাস করিয়েছেন তিনি।দুপুরে বাড়িতেই সেরিব্রাল অ্যাটাক হয় বর্ষীয়ান এই সঙ্গীত শিল্পীর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে।
সুরকার তথা গায়ক অমর পালের জন্ম ১৯২২-এর ১৯ মে, বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায়। মা দুর্গাসুন্দরী দেবীর কাছে লোকসংগীতে হাতেখড়ি হয় তাঁর। আট বছর উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন ওস্তাদ আলাউদ্দিন খানের ছোট ভাই আয়েত আলি খানের কাছে। ১৯৫১-এ আকাশবাণী কলকাতা কেন্দ্রের লোকসঙ্গীত শিল্পী হিসেবে গান পরিবেশন করেন। দেবকী বসু, সত্যজিত্ রায়ের পরিচালিত ছবিতে গান গেয়েছিলেন তিনি।তিনি নিজে বহু লোকসঙ্গীত রচনা করেছেন। বিভিন্ন ছবিতে সেই সঙ্গীত ব্যবহৃত হয়েছে। সত্যজিৎ রায় বাদে তিনি পরিচালক দেবকীকুমার বসু ও পরবর্তীকালে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করেছেন। সঙ্গীত নাটক অ্যাকাডেমি সহ দেশে, বিদেশে একাধিক সম্মানে ভূষিত হয়েছিলেন অমর। তাঁর প্রভাতী সঙ্গীতগুলি খুবই জনপ্রিয়।বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোক জ্ঞাপন করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।