নিজস্ব প্রতিনিধি : দেখে আসুন নগর কীর্তন। কথা দিচ্ছি ভালো লাগবেই। আমাদের সমাজ জীবনের নতুন একটা অধ্যায় উঠে আসবে।
সমাজে যে চরিত্রদের দেখে আমরা মুুুখ টিপে হাসি, বিরক্ত হই, সমালোচনা করি, এই সিনেমা তাদের ভাবতে বাধ্য করবে।
ঋদ্ধি সেন কে দেখে বোঝার উপায় নেই সে মেয়ে নয়।অভিনয় হাাঁটাচলা সব অনবদ্য।
এই সিনেমায় অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তার পূর্বসূরী দের অভিনয়ের ধারা তার মাধ্যমে আরো সমৃদ্ধ হবে।

ঋত্বিক চক্রবর্তী বিদিপ্তা চক্রবর্তী এরা তো নিজেদের বহুবার প্রমান করে দিয়েছেন , বাংলা সিনেমার ইতিহাসে আরেকটা মাইলস্টোন নগরকীর্তন।