বাংলাদেশে বন্ধ হচ্ছে ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল

নিজস্ব প্রতিনিধি : ভারতবর্ষের জনপ্রিয় টিভি নেটওর্য়াক ‘জি’-এর সমস্ত চ্যানেল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল বাংলাদেশের সরকার। গতকাল বাংলাদেশের সব কটি কেবল নেটওয়ার্ক প্রতিষ্ঠানকে অবিলম্বে জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব আবদুর রজ্জাক।  উল্লেখ্য, ভারতের ‘জি’ নেটওয়ার্কের মধ্যে রয়েছে জি বাংলা, জি সিনেমা, জি বাংলা সিনেমা ও জি টিভি, জি-২৪ ঘন্টাসহ বিভিন্ন চ্যানেল। জি-বাংলার চ্যানেলের ‘সা-রে-গা-পা’র মতো অনুষ্ঠান বাংলাদেশে বিশাল জনপ্রিয়। পাশাপাশি জি বাংলা সিরিয়াল পশ্চিমবঙ্গের মতোই বাংলাদেশের দর্শকদের মধ্যে প্রভাব বিস্তার করেছিল।

কিন্তু জি-এর বাংলা সিরিয়ালগুলোর সামাজিক বার্তা মোটেও সুখকর নয় এবং নান্দনিকভাবেও তা নিম্নমানের। তারপরেও প্রযুক্তিগত সাফল্যের জেরে জি-এর সিরিয়ালগুলো প্রতিটি ঘরে ঘরে বিশেষত গৃহবধূদের বিনোদন আসক্তির উপায় হয়ে উঠেছিল। এতে মার খাচ্ছিল বাংলাদেশের টেলিভিশন নাটকগুলো।বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির একাংশ ভারতের জি-এর ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে আপত্তিও জানিয়েছে বহুবার।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন