নিজস্ব প্রতিনিধি : বৈশাখ মাসের আগেই কালবৈশাখীর সময় এখন। বাংলাদেশের কালবৈশাখীর ঝড়ে দেওযাল চাপা পড়ে প্রাণ হারাল ১০ জন। কোথাও কোথাও গাছ চাপা পড়ে আহত হয়েছে অনেক সাধারণ মানুষ। কালবৈশাখীর কবলে পড়ে আহতদের নিয়ে বাংলাদেশের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি অন্তত ১৮ জন। তার মধ্যে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবিতে নারী ও শিশুসহ চার জলের মৃত্যু হয়েছে।