প্রয়োজন ৩০টি বিজনেস ক্লাস টিকিট ।এত কম সময় এর ব্যাবধানে এতগুলো টিকিট একসঙ্গে পাওয়া খুব সমস্যার ।

 আপাতত অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ করেছে জেট এয়ারওয়েজ। গত কয়েক মাস ধরেই তীব্র আর্থিক সংকটে ভুগছিল বিমানসংস্থাটি।কোনরকম সাহায্য না পেয়ে শেষ পর্যন্ত পরিষেবা বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এর জেরে কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। বিপাকে পড়েছেন বিমানসংস্থার সঙ্গে যুক্ত কর্মীদের পরিবার ।সেই সঙ্গে সমস্যায় পড়ছে বিসিসিআই। আসলে, বিশ্বকাপের জন্য জেট এয়ারওয়েজে অ্যাডভান্স বুকিং করে রেখেছিল বিসিসিআই। আগামী ২২শে মে  বিশ্বকাপ ক্রিকেট দলের জেট এয়ারওয়েজ এর   বিমানেই উড়ে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের।

বিমানসংস্থাটিই এখন বন্ধ। তাই শেষ মুহূর্তে বিকল্প ব্যবস্থার সন্ধান করতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার আধিকারিকদের।তাদের প্রয়োজন ৩০টি বিজনেস ক্লাস টিকিট ।এত কম সময় এর ব্যাবধানে এতগুলো টিকিট একসঙ্গে পাওয়া খুব সমস্যার ।তার ওপর জেট এয়ারওয়েজ এর বিমান চলাচল একদম বন্ধ।আগে থেকে বুক করা সমস্ত টিকিট ক্যানসেল করেছে জাত্রিরা।আপাতত অন্য কোন উপায় এর সন্ধানে বিসিসিআই কর্তারা।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন