বাংলা বছরের শেষদিনেই বন্ধ হল ফেসবুক-হোয়াটসঅ্যাপ! বিশ্ব জুড়ে জেরবার ইউজাররা

নিজস্ব সংবাদদাতা: ফের বিপর্যয়ের মুখে পড়ল ফেসবুক। রবিবার দুপুরের পর আচমকাই ফেসবুকের পরিষেবা বন্ধ হয়ে যায়। একই সঙ্গে পরিষেবা বন্ধ হয়ে যায় হোয়াটস অ্যাপ ও ইনস্টাগ্রামেরও।অবশ্য সব জায়গায় কিংবা সবার ক্ষেত্রে যে এই সমস্যা দেখা দিয়েছে তা কিন্তু নয়। তবে একটা বড় অংশের সোশ্যাল মিডিয়া ইউজার এ দিন নেট দুনিয়ার এই বিভ্রাটের শিকার হয়েছিলেন।

চলতি বছরের মার্চ মাসেই একবার গন্ডগোল হয়েছিল ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে। ২৪ ঘণ্টারও বেশি সময় ব্যাহত ছিল পরিষেবা। মাস ঘুরতে না ঘুরতেই ফের একই সমস্যা জেরবার হলেন ইউজাররা। জানা গিয়েছে, ডেস্কটপ ভারসানে ফেসবুক করতে গিয়েই সবচেয়ে বেশি সমস্যা হয়েছে। তুলনায় মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম করতে গিয়ে কম ভোগান্তি হয়েছে ইউজারদের। সমস্যা শুরু হতেই নেটিজেনরা টুইট করে জানাতে শুরু করেন সে কথা।ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের বড় অংশে এর প্রভাব পড়ে। এশিয়াতেও ফেসবুকের পরিষেবা বন্ধ হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে প্রায় তিন হাজার অভিযোগ জমা পড়ে।যদিও ফেসবুকের তরফে অফিশিয়ালি এই বিভ্রাটের ব্যাপারে  কোনও মন্তব্য করা হয়নি।

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন