গর্ভবতী হাতি কে বিষ খাইয়ে মারার পর কেরলে আরও একটি হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো গোটা দেশের সংবেদনশীল মানুষ। মানুষের হৃদয়বৃত্তি তে লুকিয়ে থাকে নিকৃষ্ট হিংসার বীজ, এ ঘটনা তারই প্রমান দেয়। সত্যি কথা বলতে ভিডিও টি যে কোনো মানুষ, সে যদি পশু প্রেমী নাও হয় তার চোখে জল এনে দেবে।
ঘটনা টি ঘটেছে একটি নিরীহ পোষ্যের সঙ্গে। ব্রুনো নামে একটি কুকুরের সঙ্গে। আমরা সবাই জানি কুকুর কতটা বিশ্বস্ত হয় তার প্রভুর প্রতি অথবা মানুষের প্রতি। কিন্তু দুটি নাবালক ও এক যুবকের জন্য এসবের কোনো মুল্যই রাখলো না।
#bruno #blacklabrador#brutally_beaten #to_death💔 pic.twitter.com/Jnw6ODym4e
— aamarsakal.com (@aamarsakal) July 3, 2021
কেরালার থিরুবনন্তপুরমে আদিমালাথুরায় সমুদ্র তীরে একটি কুকুর কে মাছ ধরা ছিপের হুকে ঝুলিয়ে মোটা লাঠির বারি মেরে মেরে ফেলা হলো। সঙ্গে শোনা যাচ্ছে তাদের পৈশাচিক উল্লাস। কুকুর টির সকাতর আর্তনাদ ঢেকে দিয়েছে সেই উল্লাসের শব্দ। নির্জন সমুদ্রতীরে বাঁচানোর জন্য তার মালিকও তখন পৌঁছতে পারেনি।
২৮ শে জুন নৌকার নীচে শুয়ে থাকার অপরাধে পিটিয়ে মারা হয়েছিল ল্যাব্রেডর টি কে। পরে কুকুর টি কে মেরে ফেলার পর তার মালিক দের হুমকি দেওয়া হয় ভিডিও পোস্ট করলে তাদের পরিণতি ও কুকুর টির মত হবে। জানা গিয়েছে বৃহস্পতিবার অ্যারেস্ট করা হয়েছে দুজন কে।
সোশ্যাল মিডিয়ায় সেই মালিক ই পোস্ট করেছে হিংস্র এই ভিডিও। তারপরেই সবাই জানতে পেরেছে এই ঘটনার কথা। প্রসঙ্গত পাশাপাশি বাড়ির ৮ ভাইবোন মিলে ৮ বছর ধরে ব্রুনোর দেখাশোনা করতো। ক্রিস্টুরাজের বোন সোনি পি এই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েছেন। পুলিশ ইন্সপেক্টর জি রমেশ, স্টেশন হাউজ অফিসার ভিঝিনজাম পশু হিংসার সেকশনে একটি কেস করেছেন।
Live casinos permit you to play poker, blackjack, roulette and extra table games with real people in real-time. Evolution, Playtech and NetEnt are probably 클레오카지노 the most famend stay supplier software suppliers online. Most main online sportsbooks are available in the state, together with DraftKings, BetMGM, Caesars, and FanDuel.
উত্তরমুছুন