গাজিয়াবাদের মোদি নগরে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৭।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল ৭ জনের। আহত হয়েছেন ৪ জন। রবিবার গাজিয়াবাদের মোদীনগর এলাকার একটি মোমবাতির কারখানায় এই বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে গিয়েছে দমকল ও উদ্ধারকারী দল। হতাহতদের কারখানা থেকে বের করে আনার চেষ্টা চলছে।রবিবার ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল মোদি নগর। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এর কাছে অবস্থিত মোদি নগরে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা বহু। পাশাপাশি মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছেন গাজিয়াবাদের জেলাশাসক অজয় শংকর পান্ডে এবং বিশাল পুলিশ,বাহিনী।

আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর। জেলাশাসক অজয় শংকর পান্ডে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঠিক কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মোমবাতির কারখানায় আগুন লেগে যাওয়াতেই বিস্ফোরণ হয়। তবে কী ভাবে আগুন লাগল, সে বিষয়ে স্পষ্ট এখনও কিছু জানা যায়নি।
ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি অবিলম্বে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছেন পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট ও জেলাশাসককে। একটি বিবৃতিতে তিনি নির্দেশ দিয়েছেন, অবিলম্বে কারখানায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতে এবং আহতদের চিকিত্‍‌সায় যাতে কোনও অমস্যা না-হয়, তাও দেখতে বলেছেন তিনি।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন