মুম্বাইয়ের দুটি বহুতল ভেঙে এক শিশুসহ ৮ জনের মৃত্যু আহত ১৫।

বৃহস্পতিবার মুম্বাইয়ের দুটি বহুতল ভেঙে এক শিশুসহ 8 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা ১৫ জন। প্রথম দুর্ঘটনাটি ঘটে গতকাল দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ। মুম্বইয়ের শহরতলি মালওয়ানি অঞ্চলের মালাড এলাকায় একটি তিনতলা বহুতল ভেঙে পড়ে। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয় ২ জনের। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সামান্য জখম কয়েকজনকে, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।ঘটনাস্থলে দমকলের চারটে ইঞ্জিন উদ্ধারকাজ শুরু করে। মোট ২৫ জনকে ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার করা হয়। দক্ষিণ মুম্বইয়ে ফোর্ট এলাকায় মিন্ট রোডের কাছে ভেঙে পড়ে ভানুশালী বিল্ডিং। কয়েকদিন আগেই ওই বিল্ডিংকে বিপজ্জনক বলে ঘোষণা করেছিল মহারাষ্ট্র হাউসিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এই বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপ থেকে বাকি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে যায় দমকলের ৮টি ইঞ্জিন এবং দুটো রেসকিউ ভ্যান। আহতদের উদ্ধার করে স্থানীয় জে জে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১২ জনকে উদ্ধার করা হয় ধ্বংসস্তূপ থেকে। সকলের চিকিৎসা চলছে। প্রসঙ্গত, মুম্বাইয়ে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি চলছে। যার ফলেই বিপজ্জনক বাড়িগুলি ভেঙে পড়ে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন