এক নাবালককে গুলি করে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আসানসোলে। সোমবার সন্ধ্যায় ১২ বছরের এক কিশোরকে গুলি করে খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। খুনি ও খুনের কারণ নিয়ে ধন্দে পুলিসও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
India Meteorological Department issues a red-colour coded warning to coastal #Maharashtra and #Gujarat for June 4 in view of a #CyclonicStorm in the Arabian Sea.
— All India Radio News (@airnewsalerts) May 31, 2020
আসানসোলের চিত্রা পঞ্জাবি পাড়ায় বাবার সঙ্গে থাকত ওই স্মরণজিৎ। বছর দশেক আগে শারীরিক অসুস্থতার কারণে তার মায়ের মৃত্যু হয়। তারপর থেকেই তাকে নিয়ে বাড়িতে একাই থাকতেন ভূপিন্দর সিং। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৮টা নাগাদ পঞ্জাবি পাড়ার বাড়িতে চড়াও হয় দুষ্কৃতী।
গুলি করে হত্যা করে ১২ বছরের স্মরণজিৎকে। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা স্মরণজিৎকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কে বা কারা স্মরণজিৎকে গুলি করে হত্যা করল, তার তদন্তে নেমেছে আসানসোলের হিরাপুর থানার পুলিস।
পরিবারিক বিবাদ নাকি অন্য কোনও কারণ, তদন্তে নেমে সবদিক-ই খতিয়ে দেখছে পুলিস। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসী খুনিকে দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে।