লকডাউনের মধ্যেই বিহার থেকে সাইকেল চালিয়ে রাজ্যে এসেছিল। এরপর দল গড়ে পরিকল্পনা ব্যাঙ্ক ডাকাতির। ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরপাড়ার ব্যাঙ্ক ডাকাতির কিনারা করল পুলিস।
লকডাউনে এমনিতেই কর্মী কম ব্যাঙ্কে। আর সেটাকেই সুযোগ হিসেবে লাগিয়েছিল ডাকাতরা। শুক্রবার ভরদুপুরে উত্তরপাড়ার রাজেন্দ্র অ্যাভিনিউয়ের একটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কে ডাকাতি হয়। বাইকে চেপে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মীদের বেঁধে রেখে ১৭ লক্ষ ২৮ হাজার ৩২৫ টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা। তদন্ত শুরু করে চন্দননগর কমিশনারেটের পুলিস।
২৪ ঘন্টার মধ্যেই উত্তরপাড়া ব্যাঙ্ক ডাকাতির অভিযুক্ত গ্রেফতার ।
দুষ্কৃতীরা বাইকে পালানোর সময়ে কয়েকটা টাকার বান্ডিল রাস্তায় পরে যায়। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমে পুলিস জানতে পারে প্রীতম ঘোষ ওরফে বাবাই মূল অভিযুক্ত। পেট্রোল পাম্প ডাকাতির ঘটনায় ২০১৪ সালে ওড়িশায় ধরা পড়ে, জেল হয় তার।
পুলিশ সূত্রে খবর, লকডাউনের সময় বিহার থেকে সাইকেলে হুগলিতে আসে প্রীতম। এরপর সঙ্গী-সাথী জুটিয়ে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সে ডাকাতি করে বলে অভিযোগ। প্রীতমের কাছ থেকে ১০ লাখ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার হয়েছে।