উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারে জড়িয়ে মর্মান্তিক মৃত্যু হল ট্রাকের এক খালাসীর। গুরুতর জখম হয়েছে আরও এক খালাসি। তাঁকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার নন্দরামপুরে। রাস্তার ধারে একটি গোডাউনে গাড়ির মালপত্র নামাচ্ছিল দুই খালাসি। ওই গোডাউনে বিভিন্ন ধরণের স্ক্র্যাব মালপত্র কিনে রাখা হত। এদিন সকালে দুই খালাসী যখন ট্রাকের মাথায় চড়ে মালপত্র নামাচ্ছিল সেই সময় মাথার ওপরে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায় তাঁরা।
Today I am thinking of the men who landed on the beaches of Normandy 76 years ago, who fought and died so that we can be free from the evils of fascism.
We will always be grateful for their courage, and we will always remember their sacrifice.#DDay76 #DDay pic.twitter.com/a7WgvK6s8j
— Boris Johnson #StayAlert (@BorisJohnson) June 6, 2020
এরমধ্যে একজন ওভারহেড তারে লেগে ট্রাকের মাথায় ড্রাইভারের কেবিনের ওপরেই লটকে পড়ে। তাঁর গায়ে আগুন ধরে ধোঁয়া উঠতে থাকে। অন্যজন তারে বেশ খানিক্ষণ ঝুলে থাকার পর পড়ে যায়। এই ঘটনায় ঘটনাস্থলে মৃত ব্যক্তির নাম সেখ হাসানূর। তাঁর বাড়ি সুতাহাটা থানার কুকড়াহাটির বাদুড়িয়া এলাকায়।
অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়েই স্থানীয়রা ছুটে আসেন দুর্ঘটনাস্থলে। খবর পেয়ে আসে সুতাহাটা থানার পুলিশ। মৃতদেহটিকে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সম্প্রতি আমফান ঝড়ের দাপটে সর্বত্র বিদ্যুতের তার, খুঁটি এলোমেলো হয়ে রয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়েছে।