বৃষ্টিতে মালদার ইংরেজবাজার পুরসভার বিভিন্ন ওয়ার্ড যেন বৃষ্টির জমা জলে নদীর আকার নিয়েছে। কোথাও এক হাঁটু জল, আবার কোথাও গোড়ালি ডুবা জলে ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের। এই সমস্যা নিয়ে এখন বিভিন্ন ওয়ার্ডে বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়েছে । বৃষ্টির জমা জল থেকে রেহাই পেতে পুরসভার দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন বিভিন্ন এলাকার বাসিন্দারা । তাঁদের অভিযোগ, ইংরেজবাজার পৌরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অনেক কাউন্সিলরদের কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। যার কারণে সাধারণ মানুষকেই চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। বৃষ্টির জমা জল ঘর-বাড়িতে ঢুকে পড়ছে। তার সঙ্গে বাড়ছে পোকামাকড়ের উপদ্রব । এব্যাপারে পুরসভা কর্তৃপক্ষকে জানিয়েও কোন লাভ হয় নি। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা।
ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তথা প্রাক্তন ভাইস চেয়ারম্যান বাবলা সরকার বলেন, বেশকিছু ওয়ার্ডে বৃষ্টির জল জমার সমস্যার কথা শুনেছি । কিন্তু লকডাউনের মধ্যে পর্যাপ্ত শ্রমিক না মেলায় নিকাশি নালা পরিষ্কারের কাজে সমস্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে পুরসভা কর্তৃপক্ষ জরুরী ভিত্তিতে নিকাশি নালা পরিষ্কারের প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
গত বুধবার থেকে মালদা দফায় দফায় অঝোরে বৃষ্টি হচ্ছে। যার কারণে ইংরেজবাজার পুরসভার ২৯ টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। মালদা শহরের বিনয় সরকার রোড, রামকৃষ্ণপল্লী, বিবেকানন্দপল্লী, সুভাষপল্লী, বুড়াবুড়িতলা, গ্রীনপার্ক সহ একাধিক এলাকা বৃষ্টির জলে জলমগ্ন হয়ে পড়েছে। এমনকি অতুল মার্কেট সংলগ্ন এলাকায় জেলাশাসকের বাংলোর সামনেও বৃষ্টির ব্যাপক জল জমে যায়। সবথেকে দূর্ভোগে পড়েছেন ১,৩,১১,১৫,১৬,২৩,২৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দারা । বৃহস্পতিবার সকাল থেকে টানা বৃষ্টির জেরে অনেকেই বাড়ি ঘর থেকে বেরোতে পারেন নি। রাস্তার বৃষ্টির জল ওইসব ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ায় দুর্ভোগ বেড়েছে বাসিন্দাদের মধ্যে। রান্নার কাজ বন্ধ করে বহু মানুষ নিজেদের বাড়িঘর থেকে জল নিকাশির কাজে ব্যস্ত থেকেছেন।
ওইসব ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এলাকায় জল জমে যাচ্ছে। তার ওপর গত দু’দিন ধরে দফায় দফায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। যার কারণে পুরো এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । ঘর-বড়িতে জল ঢুকে পড়ছে । তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পোকামাকড়ের উপদ্রব । এই পরিস্থিতিতে পুরসভা কর্তৃপক্ষ যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে দুর্ভোগের শেষ থাকবে না। সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তাদের অগ্রণী ভূমিকা নিতে দেখা যাচ্ছে না।
#SushantSinghRajput#asthibisarjan#gangariver#offeredbone&ashes#actor’sdad&family😥💔 pic.twitter.com/PQsRgUBJ4a
— aamarsakal.com (@aamarsakal) June 18, 2020
এদিকে মালদা শহরের বিনয় সরকার রোড এলাকার জুড়ে রাস্তার বৃষ্টির জমা জল উপচে পড়েছে বিভিন্ন দোকানে । অনেক ব্যবসায়ীরা এই সমস্যার জন্য দোকান বন্ধ করে দিতে বাধ্য হন। এমনকি শহরের চিত্তরঞ্জন পুরোবাজার, নেতাজি পুরো বাজারেও বৃষ্টির জলে নাজেহাল হতে হয়েছে ব্যবসায়ীদের।
মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেন, যে হারে বৃষ্টি হচ্ছে, তাতে দ্রুত নিকাশিনালা গুলি সংস্কার না করলে ব্যবসায়ীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হবে। বুধবার থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তাতে বহু বাজার এলাকায় জল জমে গিয়েছে। অনেক দোকানিরা ব্যবসা করতে সমস্যার মুখে পড়ছেন। রাস্তার জমা জল দোকানে ঢুকে যাওয়ায় কাঁচামাল নষ্ট হচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। একদিকে লকডাউনে জেরবার ব্যবসায়ীরা । তার ওপর বৃষ্টির জমা জলেও ক্ষতির মুখে পড়তে হচ্ছে অনেক ব্যবসায়ীদের। এক্ষেত্রে পুরসভাকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত, এই দাবিও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইংরেজবাজার পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন তথা বিধায়ক নিহার ঘোষ বলেন, শহরের হাইড্রেনগুলি বর্ষার আগে থেকেই পরিস্কারের কাজ শুরু করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে লকডাউনের জেরে সেই কাজ আপাতত বন্ধ হয়ে যায়। শ্রমিকের অভাবে অনেক এলাকার নিকাশিনালা পরিষ্কার করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে। তবে যে সব এলাকায় জল জমছে, সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।