সোমবার রাতে পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় চিনাসেনাদের সঙ্গে সংঘাতে ২০ ভারতীয় জওয়ান শহিদ হন। চিন যদিও তাদের তরফে কত সেনার প্রাণহানি হয়েছে, সে বিষয়ে মুখ বন্ধ রেখেছে। আর তারপর থেকেই চিনের সোশ্যাল মিডিয়া সাইটগুলো নরেন্দ্র মোদীর বক্তব্য ডিলিট করে দেওয়া হয়েছে। ১৮ জুন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদী যা বলেছেন, তা-ও সাইটগুলি থেকে মুছে গিয়েছে। ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের মন্তব্যের প্রতিলিপিও ভারতীয় দূতাবসের ‘সাইন ওয়েইবো’ অ্যাকাউন্ট থেকে ১৮ জুন সরিয়ে দেওয়া হয়েছে। যদিও, দূতাবাসের কোনও কর্মী তা ডিলিট করেননি। ১৯ জুন শ্রীবাস্তবের বক্তব্যের স্ক্রিন শট ভারতীয় দূতাবাসের ‘সাইন ওয়েইবো’ অ্যাকাউন্ট থেকে পুনরায় শেয়ার করা হয়। সূত্রের খবর, ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্রের মন্তব্যও অফিশিয়াল উইচ্যাট
Narendra Modi
Is actually
Surender Modihttps://t.co/PbQ44skm0Z
— Rahul Gandhi (@RahulGandhi) June 21, 2020
অ্যাকাউন্ট থেকে মুছে দেওয়া হয়েছে। একট নোটে উইচ্যাট-এর তরফে উল্লেখ করা হয়েছে, নিয়ম লঙ্ঘন করার কারণেই পোস্টটি দেখা যাচ্ছে না।এনিয়ে চিনের উদ্দেশে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্রের মন্তব্য ছিল, নিজেদের গতিবিধি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পর্যন্ত সীমাবদ্ধ রাখাই ভালো। একতরফা ভাবে সেটা পরিবর্তনের চেষ্টা করা উচিত নয়। ভারতীয় দূতাবাসের অভিযোগ, গলওয়ানের ভারত-চিন সংঘাত সংক্রান্ত কোনও খবরই পোস্ট করতে দেওয়া হচ্ছে না। এমনকী সেনা সংক্রান্ত কোনও খবরও।