করোনা আবহে আশার আলো। মানুষের ওপর প্রয়োগ করা প্রথম করোনা ভ্যাকসিনের ফল আশানুরূপ ভাবেই আসছে বলে জানিয়েছেন আমেরিকার বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত মানব শরীরে ভ্যাকসিনের কোনও ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি। এই ভ্যাকসিনের ফলে মানবশরীর প্রত্যাশা মতোই সাড়া দিচ্ছে বলে দাবি করা হয়েছে।
গত মার্চ মাসে আমেরিকার আট জন বাসিন্দার ওপর ওই ওষুধের দুটি করে ডোজ প্রয়োগ করা হয়। এর ফলে তাঁদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় তা পরীক্ষাগারে মানব কোষের ওপর পরীক্ষা করা হয়। দেখা গিয়েছে এই সব মানব কোষে করোনাভাইরাস নতুন করে প্রভাব বিস্তার করতে পারছে না। এই ভ্যাকসিন প্রয়োগের ফলে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে তা করোনা সারিয়ে সুস্থ হয়ে যাওয়ার মানুষের শরীরে উত্পন্ন হওয়া অ্যান্টিবডির সমান।
৬০০ জনের ওপরে এই ভ্যাকসিন প্রয়োগের দ্বিতীয় পর্যায়ের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে বলে জানানো হয়েছে। জুলাইয়ে হবে তৃতীয় পর্যায়ে ১০০০ জনের ওপরে এই ভ্যাকসিন প্রয়োগ করার পরীক্ষা। এই পরীক্ষাগুলি সফল হলে চলতি বছরের শেষ বা আগামী বছরের শুরুতে বাজারে চলে আসতে পারে করোনাভাইরাসের ভ্যাকসিন।