কোয়ারেন্টাইন কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা ।

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করোনা ছড়িয়ে পড়া রোধ করতে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । এসত্বেও ক্রমশ করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যেই হোম কোয়ারেন্টাইনে গেলেন কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর তপন মুখোপাধ্যায়। জানা গেছে, তিনি এক রোগীর চিকিৎসা করেছিলেন, যার পরে করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপরই সোমবার স্বাস্থ্য দপ্তর থেকে ফোন করে তপন বাবুকে হোম কোয়ারেন্টাইনপ থাকতে বলা হয়। যদিও এ বিষয়ে তখন বাবু জানান, ওই ব্যক্তি তার রোগী ছিলেন না। অন্য চিকিৎসক তাকে দেখে ছিলেন। কিন্তু গত ৪ ঠা এপ্রিল পরামর্শের জন্য তপন বাবুর সঙ্গে কলকাতা পৌরসভায় দেখা করতে এসেছিলেন ওই ব্যক্তি। পাশাপাশি জানা গিয়েছে, ওই রোগীর পরিজনদের রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪২১ জন। মৃতের সংখ্যা ১১৪ এবং সুস্থ হয়েছেন মোট ৩২৬ জন।ক্রমশ আক্রান্তের সংখ্যা বাড়ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন