ঝাড়গ্রাম রাজ কলেজ কলোনিতে থাকা সিআরপিএফের ২৩২ নম্বর মহিলা ব্যাটেলিয়নের জি কোম্পানির মহিলা জওয়ানরা বুধবার নিজেদের হাতে বানানো মাস্ক বিতরণ করেন ঝাড়গ্রাম ব্লকের ধরমপুর-রানাপাড়া গ্রামে। বুধবার দুপুরে গ্রামের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখেই আট থেকে আশি সকলের হাতে সেই মাস্ক তুলে দেওয়া হয়।