পরিস্থিতি যেন শোধরানোর কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। উপরন্তু যত দিন যাচ্ছে ততই পরিস্থিতি খারাপ হচ্ছে আমেরিকা, ইতালি, স্পেনের। গত 24 ঘন্টায় গোটা দুনিয়ায় করোনায় মৃত্যু বেড়ে হল ১ লক্ষ ৪০ হাজার।
আমেরিকার অবস্থা খারাপ হলেও লকডাউনের বিরোধিতায় রাস্তায় নামলেন আমজনতার একটা বড় অংশ। যদিও আগেই কম ক্ষতিগ্রস্ত এলাকায় ১ মে-র আগেই লকডাউন তোলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
এমনকি ধীরে ধীরে আবস্থা খারাপ হচ্ছে বাংলাদেশেরও। সেদেশে করোনা সংক্রমণের গতিতে ছেদ পড়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না।
महाराष्ट्र के पालघर में 2 संत और उनके ड्राइवर को बड़े ही बेरहमी से लिंचिंग कर मौत के घाट उतार दिया गया।ये घटना वीरवार की है।आज तक सारे liberals पूरी तरह से ख़ामोश है।
कोई लोकतंत्र या संबिधान की दुहाई नहीं दे रहा।
देंगे भी क्यों ..ये तो संतो की मृत्यु हुई है
कौन पूछता है संतो को?? pic.twitter.com/iAyE0Fberz— Sambit Patra (@sambitswaraj) April 19, 2020
গত কয়েকদিনের মতো শুক্রবারও সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেদেশে আরও ২৬৬ জনের শরীরে এই মারণ ভাইরাসের উপস্থিতি শকান্ত করা হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮৩৮ জন হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন সে দেশের অন্তত ৫৮ জন পুলিশকর্মী। যাদের মধ্যে মধ্যে ২৭ জনই ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত বলে শুক্রবার জানা গিয়েছে।
এদিকে ভয়াবহ অবস্থা ইতালিরও। সেদেশে প্রায় ১৭ হাজার স্বাস্থ্যকর্মীর শরীরে করোনার সংক্রমণ ছড়িয়েছে। আক্রান্তদের মধ্যে দুই-তৃতীয়াংশই মহিলা। ইতালির জনস্বাস্থ্য ইনস্টিটিউটের এক রিপোর্ট এই তথ্য দেওয়া হয়েছে।