এবার হাইড্রোক্সিক্লোরোকুইন পাড়ি দেবে মার্কিন মুলুকে ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার চিকিৎসায় ব্যবহৃত ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোকুইনের রফতানির উপর থেকে সব বিধিনিষেধ সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু ভারত ওষুধ পাঠাবে কিনা তা নিয়ে শুরু হয়েছিল চরম জল্পনা। এবার সেবিষয়ে কথা রাখল ভারত। ভারত থেকে আমেরিকায় হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানিতে সিলমোহর দিল ভারত সরকার। আমেরিকার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে এই কঠিন সময়ে পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী।এবার মার্কিন মুলুকে পাড়ি দেবে ভারতের হাইড্রোক্সিক্লোরোকুইন।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯, মৃত ৫ ।

অন্যদিকে, করোনা মোকাবিলায় লকডাউন, সোশ্যাল ডিসট্যানন্সিং-সহ একাধিক কড়া পদক্ষেপ নেওয়া সত্বেও দ্রুত বাড়ছে সংক্রমণ। ফলে কোনও কোনও রাজ্য লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে। এনিয়ে সেরকমই ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুয়ায়ী গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে ৩৫৪ জন। মঙ্লবার সবেমিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৪২১। মৃতের সংখ্যা ১১৭। সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন