মাত্র সাত দিন আগেই দু’জনের দেখা হয়েছিলো। মস্কোর মূল করোনা হাসপাতাল পরিদর্শনের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গী ছিলেন তিনি। সেই রাশিয়ান ডাক্তার নিজেই এখন করোনায় আক্রান্ত। কিছু উপসর্গে নিজেরই সন্দেহ হয়েছিল। উদ্যোগী হয়ে, নিজেই পরীক্ষা করেন ডাক্তার। সন্দেহ অমূলক ছিল না। তাঁর শরীরেও কখন নিঃশব্দে ঢুকে পড়েছে মারণ ভাইরাস!
সংক্রমণ ছড়ানোর ভয় উপেক্ষা করে, গত সপ্তাহের মঙ্গলবার মস্কোর কোমুনারকা হাসপাতালে যান পুতিন। ওই হাসপাতালেই তখন করোনা আক্রান্ত রোগীদের চিকিত্সায় ব্যস্ত ছিলেন ডেনিস প্রোটসেনকো। প্রেসিডেন্টকে দেখে এগিয়ে আসেন। কী ভাবে করোনায় আক্রান্তদের চিকিত্সা চলছে, তা ঘুরে ঘুরে দেখান ডেনিস। সেসময় প্রয়োজনীয় সংক্রমণরোধী স্যুট পরে, রেসপিরেটর লাগিয়ে হাসপাতালে ঢুকেছিলেন তঁারা। কিন্তু, পরে যখন ডেনিসের সঙ্গে কথা বলেন পুতিন, তখন দু-জনের কারও পরনেই ভাইরাস সংক্রমণ ঠেকানোর মতো কোনও সুরক্ষা সরঞ্জাম ছিল না। সে ছবি লেন্সে ধরাও পড়েছে।
নিজের ফেসবুক পোস্টে ডেনিস জানিয়েছেন, ‘আমি করোনা পজিটিভ। কিন্তু, আমার বেশ ভালো লাগছে। অফিসের মধ্যে নিজেকে আইসোলেটেড রেখেছি। আমার মনে হয়, এ মাসে যে প্রতিরোধ ক্ষমতা আমার মধ্যে তৈরি হয়েছে, তা কাজ করছে।’
ডাক্তারের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ায়, রাশিয়ার প্রেসিডেন্টের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা নিয়েও জল্পনা শুরু হয়ে যায়। ডেভিড আশ্বস্ত করে জানান, পুতিনের নিয়মিত করোনা পরীক্ষা করা হচ্ছে। তিনি সুস্থ আছেন। এখনও পর্যন্ত প্রতিবারই রেজাল্ট নেগেটিভ এসেছে।