লকডাউন চলতে থাকায় সকলেই প্রায় গৃহবন্দী। আর এই অবস্থায় বাড়ির বাইরে যেতে হলে,পুলিশি জেরায় পড়তে হচ্ছে অনেককেই। তাই সব ঝামেলা থেকে রক্ষা পেতে পান্ডুয়ার এক মদ বিক্রেতা অভিনব কৌশল নিয়েছিলেন। তিনি ক্রেতাদের মদ হোম ডেলিভারি দিচ্ছিলেন। দেশী হোক বা বিদেশি এক ফোনেই মদ হাজির। মোবাইলে ফোন করে দিলে হাজির হয়ে যাচ্ছে পছন্দের মদ। আর এমনভাবেই মদের হোম ডেলিভারি ব্যবসা রমরমা করে চলছিল পান্ডুয়ায়। যদিও শেষ রক্ষা হলো না পুলিশি অভিযানে। ওই মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে পান্ডুয়া থানার পুলিশ। শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তারপর ওই হোম ডেলিভারির বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে ১৭৫ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এই ব্যবসার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তাদেরও খোঁজখবর নেওয়া হচ্ছে।