পশ্চিমবঙ্গের বেশকিছু অঞ্চলে যথাযথ ভাবে লকডাউন মানা হচ্ছে না, একথা জানিয়ে রাজ্যকে সতর্ক করে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের মুখ্যসচিবকে লেখা এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সতর্ক করে জানানো হয়েছে, রাজ্য পুলিশের সামনেই ধর্মীয় সম্মেলন, সরকারি ত্রাণ বিলির সময় সোশ্যাল ডিস্টেন্স না মানা অথবা সরকারি প্রতিষ্ঠান কিছু কিছু ক্ষেত্রে ত্রাণ বিলি করেনি। এর কৈফিয়ত দাবি করা হয়েছে রাজ্যের কাছে। পাশাপাশি কলকাতার রাজাবাজার, নারকেলডাঙ্গা, তোপসিয়া, মেটিয়াবুরুজের মতো জায়গায় লকডাউন মানছেন না সাধারণ মানুষ।
ICMR study https://t.co/zo4hGvnwhZ suggesting increasing infection rate (table1) & possible community transmission in some areas (table4) is one more reminder to stop the meaningless rhetoric & bravado and let scientific evidence, data & professionals guide our response to #COVID
— Prashant Kishor (@PrashantKishor) April 10, 2020
বাজারগুলিতে সোশ্যাল ডিস্টানসিংও মানা হচ্ছে না। এছাড়াও কেন্দ্রের হিসাবে নারকেলডাঙায় একাধিক কোভিড ১৯ এর সংক্রমণ ঘটেছে বলে চিহ্নিত করা হয়েছে। সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যকে বলা হয়েছে। এদিকে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে, এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কোনও চিঠি মেলেনি।প্রসঙ্গত, লকডাউন ভাঙা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছে রাজ্য বিজেপি। শনিবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। তিনি রাজ্যপালকে জানান, নিজামুদ্দিন থেকে যাঁরা ফিরেছেন, তাঁদের ধরা হচ্ছে না। সারা দেশে লকডাউন মানা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গে হাট চলছে। রাজাবাজার, নারকেলডাঙা, গার্ডেনরিচ, একবালপুরে লকডাউন বোঝা যাচ্ছে না। এদিকে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে, এবিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কোনও চিঠি মেলেনি।