"সরকারি ঘোষণা ছাড়া কোনও সংবাদ সম্প্রচার করবেন না" মুখ্যমন্ত্রী ।

রাজ্যে করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন স্পষ্ট করে জানিয়ে দিলেন, রাজ্যে যে ৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে মোট ১৭ জন চারটি পরিবারের। একই পরিবারে একজনের থেকে অন্যান্য সদস্যরা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ৩জন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। আর এরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৩ জনের।

জাতের রাজনীতি করবেন না, নিজামুদ্দিন ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী ।

তিনি এদিন বলেন, সরকারি নথি অনুযায়ী মোট ৩ জনেরই করোনায় মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নিউমোনিয়ায় মারা গেছেন বলেও জানান। পাশাপাশি তিনি বলেন, কোনও নার্সিংহোম কি বলল, তা নিয়ে আতঙ্কিত হবেন না। এছাড়াও সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে, এই সংবাদ সম্প্রচার বন্ধ করুন। সরকারি ঘোষণা ছাড়া কোনও সংবাদ সম্প্রচার করবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন