ফুল ও পানের স্থানীয় বাজার চালুর পাশাপাশি নিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্হা চালু,কৃষকদের কৃষিঋণ মুকুব, সকল গরীব- নিম্নবিত্ত মানুষদের বিনামূল্যে আগামী এক বছর মাসে মাথাপিছু কুড়ি কেজি চাল ও গম প্রদান, কৃষকদের সার- বীজ- কীটনাশক -বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ সহ ৭ দফা দাবিতে আজ অল ইন্ডিয়া কৃষক ও ক্ষেতমজদুর সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক স্মারকলিপি দেওয়া হয়। অন্যান্য দাবিগুলির মধ্যে অন্যতম, ধান-পাট-গম সহ সমস্ত কৃষিপণ্যের ন্যায্য মূল্য ঘোষণা করে পঞ্চায়েত ভিত্তিক ক্রয়,এম.জি.নারেগা প্রকল্পে জবকার্ড হোল্ডারদের সারা বছরের কাজ সুনিশ্চিত, ব্লক ভিত্তিক কৃষক সহায়ক কমিটি গঠন প্রভৃতি।
সংগঠনের রাজ্য সম্পাদক পন্চানন প্রধান জানান,ঐ স্মারকলিপির কপি মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা,কৃষি ও হর্টিকালচার দপ্তরের মন্ত্রী এবং বিদ্যুতমন্ত্রীকেও দেওয়া হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৭ই এপ্রিল মুখ্যমন্ত্রী ফুল ও পানবাজারগুলি সর্তসাপেক্ষে কয়েক ঘন্টার জন্য চালুর ঘোষনা করেছিলেন।
সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, ফুলবাজারগুলি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চালু হয়েছে। তবে ক্ষুদ্র ফুলচাষিদের জন্য নিয়ন্ত্রিত পরিবহন চালু করা হলে ভাল হয়।