করোনা-কালে বিশ্বের পাশে দাঁড়াল ভারত। এই দুর্দিনে সারা বিশ্বের অবস্থা বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের মোট ২৫টি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর সিদ্ধান্ত নিল ভারত। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ থেকে ভারতের কাছে ম্যালেরিয়া প্রতিরোধী এই ওষুধ চেয়ে আর্জি এসেছে। করোনাভাইরাসের চিকিত্সায় বহির্বিশ্বে ব্যাপক হারে ব্যবহার হচ্ছে ম্যালেরিয়ার ওষুধটি। আর্থরাইটিসের চিকিত্সার ক্ষেত্রেও ডাক্তাররা এই ওষুধটি রোগীকে দিয়ে থাকেন। করোনার চিকিত্সাতেও আশানুরূপ ফল মিলছে বলেই দাবি চিকিৎসক মহলের। তাই করোনা আক্রান্ত দেশগুলির কাছে হাইড্রক্সিক্লোরোকুইন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বৃহস্পতিবার সরকারি সূত্রে ২৫টি দেশে এই ওষুধ পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়। ভারতে এই ওষুধটি পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে আশ্বস্তও করা হয়েছে কেন্দ্রে তরফে।
জানা গিয়েছে, আমেরিকা-সহ মোট ৩০টি দেশ ভারতের কাছে ওষুধের জন্য অনুরোধ জানিয়েছিল। সেখানে ২৫টি দেশে রফতানির ছাড়পত্র দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প করোনার চিকিত্সায় এই ওষুধটিকে গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করেন। তার পরেই হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা বাড়তে থাকে। এমনকী ভারতেও এই ওষুধটি ব্যবহার করা হচ্ছে।
Last night, on the advice of my doctor, I went into hospital for some routine tests as I’m still experiencing coronavirus symptoms. I’m in good spirits and keeping in touch with my team, as we work together to fight this virus and keep everyone safe.
— Boris Johnson #StayHomeSaveLives (@BorisJohnson) April 6, 2020
সূত্রের খবর, কূটনৈতিক স্তর থেকে শুধু নয়, বিশ্বনেতারা ব্যক্তিগতভাবেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে ওষুধের জন্য আর্জি জানিয়েছেন। হাইড্রক্সিক্লোরোকুইন ছাড়া চাহিদা মতো প্যারাসিটামলও পাঠানো হবে।
ইতিমধ্যে আমেরিকা হাতে ওষুধও পেয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন। প্যারাসিটামল পেয়ে ব্রিটেনও কৃতজ্ঞতা জানাতে ভোলেনি।