সারা দেশে থাবা বসিয়েছে করোনা সংক্রমণ। এমন অবস্থায় প্রত্যেক সম্ভাব্য রোগীর পরীক্ষা করার জন্যে কিটের অভাবও দেখা দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই সমস্যার সমাধানে উদ্যোগী ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকাল রিসার্চের তরফে জানানো হয়েছে আগামী ২ মাসের মধ্যেই দেশে তৈরি শুরু হবে নতুন সেরোলজিকাল ডায়াগনস্টিক টেস্টিং কিট। বেশ কিছু গবেষণা সংস্থা এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
আইসিএমআর-এর প্রধান এপিডেমিওলজিস্ট এবং কমিউনিকেবল ডিজিজ বিশেষজ্ঞ ডা আর আর গঙ্গাখেদকর জানিয়েছেন, একবার ভাইরাস আলাদা করা সম্ভব হলে ডায়াগনস্টিক কিট, ওষুধ এবং ভ্যাক্সিন তৈরির গবেষণা এগিয়ে নিয়ে যাওয়া সহজ হয়ে ওঠে। আর ভারত সেদিকেই এগোচ্ছে। ডা আর আর গঙ্গাখেদকর বলেন, ‘আমরা আশাবাদী আগামী এক-দু’মাসের মধ্যেই ভারতে অন্তত একটি সেরোলজিকাল ডায়াগনস্টিক পরীক্ষা হবে।’ সেরোলজিকাল পরীক্ষার মাধ্যমে রক্তের মধ্যে অ্যান্টিবডি খুঁজে বের করে রোগ নির্ণয়ে সাহায্য করে।
সার্স কোভ 2 এবং কোভিড 19 সম্পর্কে যে কোনও বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্যে কেন্দ্র সরকার একটি বিজ্ঞান ও প্রয়ুক্তি কমিটি গঠন করেছে ভি কে পাল এবং প্রধান বিজ্ঞান উপদেষ্টা কে বিজয়রাঘবনের নেতৃত্বে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনলজি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনলজি এবং অন্যান্য সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করবে এই কমিটি।
মার্কিন গবেষকরা জানিয়েছেন, করোনা ভাইরাস বাতাসেও ছড়াতে পারে !
সারা দেশে থাবা বসিয়েছে করোনা সংক্রমণ। এমন অবস্থায় প্রত্যেক সম্ভাব্য রোগীর পরীক্ষা করার জন্যে কিটের অভাবও দেখা দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই সমস্যার সমাধানে উদ্যোগী ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকাল রিসার্চের তরফে জানানো হয়েছে আগামী ২ মাসের মধ্যেই দেশে তৈরি শুরু হবে নতুন সেরোলজিকাল ডায়াগনস্টিক টেস্টিং কিট। বেশ কিছু গবেষণা সংস্থা এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
আইসিএমআর-এর প্রধান এপিডেমিওলজিস্ট এবং কমিউনিকেবল ডিজিজ বিশেষজ্ঞ ডা আর আর গঙ্গাখেদকর জানিয়েছেন, একবার ভাইরাস আলাদা করা সম্ভব হলে ডায়াগনস্টিক কিট, ওষুধ এবং ভ্যাক্সিন তৈরির গবেষণা এগিয়ে নিয়ে যাওয়া সহজ হয়ে ওঠে। আর ভারত সেদিকেই এগোচ্ছে। ডা আর আর গঙ্গাখেদকর বলেন, ‘আমরা আশাবাদী আগামী এক-দু’মাসের মধ্যেই ভারতে অন্তত একটি সেরোলজিকাল ডায়াগনস্টিক পরীক্ষা হবে।’ সেরোলজিকাল পরীক্ষার মাধ্যমে রক্তের মধ্যে অ্যান্টিবডি খুঁজে বের করে রোগ নির্ণয়ে সাহায্য করে।
সার্স কোভ 2 এবং কোভিড 19 সম্পর্কে যে কোনও বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্যে কেন্দ্র সরকার একটি বিজ্ঞান ও প্রয়ুক্তি কমিটি গঠন করেছে ভি কে পাল এবং প্রধান বিজ্ঞান উপদেষ্টা কে বিজয়রাঘবনের নেতৃত্বে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনলজি, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনলজি এবং অন্যান্য সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করবে এই কমিটি।