অনেক মার্কিন নাগরিক ভারত সহ একাধিক দেশে ছড়িয়ে রয়েছেন। তাদের সকলকে দেশে ফেরাতে উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ বিমানের ব্যাবস্থা করলেন তিনি। ওই বিশেষ বিমানে ভারত-সহ দক্ষিণ ও মধ্য এশিয়ার একাধিক দেশ থেকে ২ হাজার ৯০০ জন নাগরিককে দেশে ফেরাচ্ছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প সরকারের অন্যতম শীর্ষ আমলা অ্যালিস ওয়েলস এই খবর জানিয়েছেন। ১৩ টি বিমান যাতায়াত করবে এই ২৯০০ মানুষকে আমেরিকায় ফেরাতে।
ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, উজবেকিস্তান, তুর্কমেনিস্তানে আটকে থাকা নাগরিকদের দেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। এরমধ্যে ভারত থেকে আমেরিকা ফিরবেন প্রায় ১৩০০ জন। ওয়েলস জানিয়েছেন, ভারতে থাকা ১৩০০ মার্কিন নাগরিক কোন শহর, মফস্বল বা গ্রামীণ এলাকায় আছেন তার সমস্ত তথ্য মার্কিন সরকারের তরফে দিল্লিকে দেওয়া হয়। অনুরোধ করা হয় তাঁদের বিমানবন্দর পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করার জন্য। ভারত এ ব্যাপারে যথাযথ সহায়তা করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের এই মহিলা আমলা। তিনি জানিয়েছেন, ভারতের বহু প্রত্যন্ত অঞ্চলে অবরুদ্ধ হয়ে রয়েছেন অনেক মার্কিন নাগরিক।