ইলেকট্রিকের তারের উপরে লাফালাফি করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল একটি হনুমানের।

ইলেকট্রিকের তারের উপরে লাফালাফি করার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল একটি হনুমানের। পরে স্থানীয় যুবকেরা বিদ্যুৎ পিষ্ট হনুমানটিকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেন।শুক্রবার বিনপুর থানার দহিজুড়ি এলাকায় বেলা এগারোটা নাগদ একটি হনুমান বিদ্যুতের তারে শক খেয়ে নিচে পড়ে গেলে আহত ওই হনুমানটিকে উদ্ধার করে স্থানীয় কয়েক জন তরুন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন বেলা এগারোটা নাগদ পাঁচ ছয়টি হনুমান এলাকার ইলেকট্রিক তাদের উপর দিয়ে লাফালাফি করছিল।তার মধ্যে একটি হনুনাম হঠাৎই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিচে পড়ে কাতরাতে থাকে।পোড়া গন্ধ পেয়ে স্থানীয় তরুন,শিল্পী অভিজিৎ মাহাতো হনুমানটিকে উদ্ধার করে ।অভিজিৎ বলেন “ আমার বাড়ির সামনেই ঘটনা ঘটেছিল।হঠাৎ একটি জোরে শব্দ শুনতে পান।দেখি বিদ্যুৎ চলে গেল।একটা পোড়া গন্ধ নাকে আসতেই বাইরে বেরিয়ে এসে দেখি একটি হনুমান মাটিতে পড়ে কাতরাচ্ছে।প্রথমে হনুমানটিকে ধরতে ভয় লাগছিল।তারপর একটি জায়গায় নিয়ে গিয়ে জল দি।কেক বিস্কুট দি।কিছুই খাচ্ছিল না।কেবলমাত্র জল খেল।আমরা বনদফতরে খবর দি।বেলা দেড়টা নাগাদ বনদফতরের পক্ষ থেকে জাল দিয়ে হনমানটিকে ধরে নিয়ে যায়।আমাদের আশা স্বুস্থ হয়ে উঠবে প্রানীটি।”এদিন স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পরেই বনদফতরের দহিজুড়ি বিট অফিস থেকে কর্মীরা এসে জাল দিয়ে হনমানটিকে ধরে নিয়ে যান।এদিন দহিজুড়ির বিট অফিসার হরিহর মাহাতো বলেন “ হনুমানটি করেন্ট শক খেয়েছিল।স্থানীয় যুবকেরা উদ্ধার করেছিল।আমাদের খবর দেওয়া হয়েছিল।আমরা খবর পেয়ে পুরুষ ওই হনুমানটিকে উদ্ধার করে নিয়ে এসেছি।এখন ভালো আছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন