মঙ্গলবার সকালে জাতীর উদ্দেশ্যে ভাষণে দেশে ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণের পরই গুরুত্বপর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। লকডাউন চলাকালীন সময় অর্থাৎ আগামী ৩ মে পর্যন্ত বন্ধ রাখা হবে দেশের সমস্ত যাত্রী পরিষেবা।
প্রধানমন্ত্রীর ঘোষণার পরই যাত্রী পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়ে দেয় রেল। বন্ধ থাকবে সব প্রিমিয়াম ট্রেন, দূরপাল্লার ট্রেন, সাব-আর্বান ট্রেন, কলকাতা মেট্রো ও দক্ষিণ ভারত রেলওয়ে।
Combining 2 foodgrain rakes into 1, Railways is running Jai Kisan Specials for faster transport of additional perishable goods.
Jai Kisan train is traversing from Dornakal in Telangana to Sevur & Chettinad in Tamil Nadu & another from Dornakal to Dindugal & Mundiyampakkam in TN. pic.twitter.com/1XOGB7eEj5
— Piyush Goyal (@PiyushGoyal) April 14, 2020
মঙ্গলবার মধ্যরাতেই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এদিন প্রধানমন্ত্রীর ঘোষণার পর ফের একবার যাত্রী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল। আগামী ৩ মে পর্যন্ত বন্ধ থাকবে রিজার্ভড ও আনরিজার্ভড ট্রাভেলের টিকিট বুকিং কাউন্টারও। রেলওয়ে স্টেশন ও রেলওয়ে স্টেশনের বাইরের চত্বরেও বন্ধ থাকবে সমস্ত বুকিং কাউন্টার।
Indian Railways is transporting commodities from Sealdah in West Bengal to Guwahati in Assam via the Parcel Express train.
By running Parcel Express trains on different routes, Railways is ensuring the availability of essential commodities in each corner of the country. pic.twitter.com/aeHSw0ADxs
— Piyush Goyal (@PiyushGoyal) April 14, 2020
দেশে করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য ধাপে ধাপে লকডাউন তোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, লকডাউন উঠতে পারে ভেবে অনেকেই ১৫ এপ্রিল থেকে ট্রেনের বুকিং করেছেন বলে জানা গিয়েছে। ১৪ এপ্রিলের পরে অনলাইনেই মেল, এক্সপ্রেস, ইন্টারসিটি ট্রেনগুলির টিকিট বুকিং করা যাচ্ছিল। তবে লকডাউনের মেয়াদ বৃদ্ধি হওয়ায় এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও নিয়ম জানায়নি ভারতীয় রেল।