রাজ্যে পিপিই যোগান দিতে মরিয়া হয়ে কাজ করছেন ১৫০ মহিলা ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিলেন চাহিদামত কেন্দ্র পিপিই যোগান দিচ্ছেন না। সেই চাহিদা মেটাতে এবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের একটি কারখানায় সকাল ৯ থেকে ৫টা পর্যন্ত কাজ করছেন ১৫০ মহিলা।এই কাজে যোগ দিতে লকডাউনেও বাড়ি থেকে কারখানায় আসাটা সহজসাধ্য না হলেও, তারা প্রতিদিনই কাজে যোগ দিচ্ছেন শুধুমাত্র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পিপি জোগান দেওয়ার তাগিদে। জানা গেছে, এই মহিলারা পায়ে হেঁটে কেউবা সাইকেল চালিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে কারখানায় আসছেন। অবশ্য কারখানায় কাজ হচ্ছে সোশ্যাল ডিসটেন্স মেনে। পাশাপাশি কাজে যোগ দেওয়ার আগে সকলে সাবান দিয়ে হাত ধুয়ে এবং বিশেষ ক্যামিকেল হাতে মেখে তারপর কাজ শুরু করেছেন। উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, কেন্দ্রের কাছে চেয়েও পিপিই মিলছে না। তাই রাজ্যই তা তৈরি করছে। ইতোমধ্যে দু লক্ষাধিক পিপিই দেওয়া হয়ে গিয়েছে বলেও জানান তিনি। আর ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষিত রাখতে এই মহিলারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন