ভোট যুদ্ধে হেরে যাওয়ার জুজু দেখতে পাচ্ছেন ট্রাম্প ।

করোনা ভাইরাস নিয়ে ট্রাম্প প্রথম থেকেই অভিযোগ করে আসছিলেন সারাবিশ্বে অতি মারি ছড়িয়ে পড়ার কারণে চিন দায়ী। একাধিকবার চীনের বিরুদ্ধে করনা ছড়িয়ে পড়ার অভিযোগ এনেছেন ট্রাম্প। এবার তিনি আবারও চীনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করলেন। সংবাদ মাধ্যমকে দেওয়া একটি

সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন,চিনের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। কারণ তাদের জন্যই করোনাভাইরাস বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। আমি যাতে ব্যবস্থা না নিতে পারি সেজন্য চিন যথাসাধ্য চেষ্টা করবে যাতে আমাকে ভোটে হারিয়ে দেওয়া যায়। তারা আমার বিরোধী ডেমোক্র্যাট প্রার্থী জো বিডেনকে জেতানোর চেষ্টা করবে। বুধবার এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে এমনই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হবে নভেম্বর মাসে। দ্বিতীয়বারের জন্য ভোটে দাঁড়াবেন ট্রাম্প। করোনাভাইরাস সংক্রমণে আমেরিকায় মারা গিয়েছেন কমপক্ষে ৬০ হাজার মানুষ।

মার্কিন অর্থনীতিতে গভীর মন্দা দেখা দিয়েছে। অনেকে বলছেন, এই পরিস্থিতিতে ট্রাম্পের দ্বিতীয়বার ভোটে জেতা মুশকিল হবে। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রথমে বুঝতেই পারেননি অতিমহামারী হতে পারে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেরি করেছেন। আর এনিয়ে চিন ফায়দা নেওয়ার চেষ্টা করবে বলে জানান ট্রাম্প। তাই তিনি বলেন, “আমাকে ভোটে হারানোর জন্য চিন সবরকম চেষ্টা করবে।” কিন্তু ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, তিনি এবিষয়ে চিনকে ছেড়ে কথা বলবেন না। চিনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন