ভিডিও দেখে রাজ্যের শ্রমিকদের জন্য ১৮ মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২১ দিনের জন্য দেশ লকডাউন হয়ে যাওয়ায় রাজ্যের একাধিক শ্রমিক দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছে। তাদের সঙ্গে থাকা পুঁজি শেষ হয়ে যাওয়ায় সকলে অন্ন কষ্টের মধ্যে রয়েছেন। এমন ভিডিও মুখ্যমন্ত্রীর নজরে আসায় তিনি এই শ্রমিকদের জন্য সাহায্য চেয়ে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সাহায্যের আর্জি জানিয়েছেন। বাংলার শ্রমিকরা যাতে ঠিকমতো খাদ্য-বাসস্থান পায়, তা নিশ্চিত করতে এবার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। মোট ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন আরব সাগরে আসা সামুদ্রিক মাছ লোডিং ও আনলোডিং-এর কাজ করেতে কেরলের কোল্লাম জেলায় কাজে গিয়েছিলেন কোচবিহারের হলদিবাড়ির বাসিন্দা নরেশ চন্দ্র রায় সহ আরও বেশ কয়েকজন। ভিডিয়োতে নরেশ রায় জানান, “এখানে আমরা ৮-৯ জন রয়েছি। গোটা দেশ এভাবে লকডাউন হয়ে যাবে তা আমরা ভাবতে পারিনি। আমাদের কাছে যা টাকাকড়ি ছিল, তা সব শেষ। এখানে আমরা না খেয়ে রয়েছি। একবারের জন্য কেউ আমাদের  খোজ নিচ্ছে না।” তাঁদের অভিযোগ, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও সাহায্যের হাত বাড়াননি। তাই বাধ্য হয়েই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে আটকে থাকা সমস্ত বাংলার শ্রমিকরা যাতে ঠিকমতো খাদ্য-বাসস্থান পায়, তা নিশ্চিত করতে এবার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন