মোবাইল কোর্ট বা ভিডিও কনফারেন্স করে জামিনের ব্যবস্থার দাবি ।

আমার সকাল ঃ “রাজ্য সরকার লকডাউন সত্ত্বেও বিচার ব্যবস্থাকে জরুরি পরিষেবার মধ্যে রেখেছে। তার পরেও আইনজীবীদের এই আচরণ মানুষের কাছে ভুল বার্তাই দেবে।” বার কাউন্সিলের কর্মবিরতির ডাককে এভাবেই ‘দায়িত্বজ্ঞানহীন’ চিহ্নিত করলেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। একইসঙ্গে করোনা পরিস্থিতিতে জেলবন্দিদের নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে এখনই কেন মোবাইল কোর্ট বা ভিডিও কনফারেন্স করে দ্রুত জামিনের ব্যবস্থা করা হচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি৷ রাজ্য দমদম জেলের ঘটনার পরও আইনজীবীদের কর্মবিরতি চালিয়ে যাওয়া ‘অবিবেচক কাজ’ বলে মনে করছেন বিকাশবাবু-সহ অসংখ্য আইনজীবী৷ তাঁদের বক্তব্য, “হাইকোর্ট মনে করলে বিচারকরা মোবাইল বা ভিডিও কনফারেন্সে পুলিশের থেকে নথি দেখে জামিনের মামলা শুনতেই পারেন। এই প্রক্রিয়ায় সংক্রমণের আশঙ্কাও কম”৷ এখনই রাজ্যে এই পদ্ধতি চালু করা দরকার৷” অন্যান্য একাধিক আইনজীবীর বক্তব্যও একই৷ তাদের বক্তব্য, “কোর্ট চাইলে পুলিশের নথি দেখেই জামিন দিতে পারে। এ ক্ষেত্রে সদিচ্ছাই বড় কথা।’
এদিকে, হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে বার কাউন্সিলের কর্মবিরতির ডাক উল্লেখ করে কোনও মামলায় দু’পক্ষের বক্তব্য না শুনে রায় না দেওয়ারও অনুরোধ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন