‘প্রস্তুতিতে দেরি, তাই এই লকডাউন', মোদিকে প্রশান্ত কিশোরের কটাক্ষ

“ঠিক সময়ে ব্যবস্থা নিতে পারেনি৷ উপযুক্ত প্রস্তুতির অভাবেই দেশকে এত দীর্ঘ সময় লকডাউনে থাকতে হচ্ছে”। প্রধানমন্ত্রীর লকডাউন ঘোষণাকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূলের ভোট-বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর। মোদি সরকারের দিকে তোপ দেগে প্রশান্ত কিশোরের অভিযোগ, “উপযুক্ত প্রস্তুতি নিতে অনেক দেরি হয়েছে৷ এই দীর্ঘ লকডাউনের জেরে আগামী দিনে ভারতের উপর গভীর সংকট নেমে আসতে চলেছে”।

লকডাউন নিয়ে যখন কোনও রাজনৈতিক দলই কথা বলছেনা, তখন প্রথম সমালোচনায় নামলেন প্রশান্ত কিশোর৷ এক টুইটে এই ভোটকুশলী বলেছেন, “ভারতকে ২১ দিন লকডাউন করার সিদ্ধান্ত হয়তো সঠিক। কিন্তু ২১ দিন সময়টা একটু বেশি। আসলে প্রস্তুতির
দৌড়ে পিছিয়ে থাকলে এমন মূল্যই দিতে হয়।” পিকে-র অভিযোগ, করোনা- মহামারি মোকাবিলার উপযুক্ত প্রস্তুতিই সরকারের ছিল না। তিনি বলেছেন,”খুব দুর্বল প্রস্তুতি এবং গরিবদের রক্ষা করার কোনও পরিকল্পনা না থাকার ফলে, আমাদের সামনে কঠিন সময় অপেক্ষা করে আছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন