“ঠিক সময়ে ব্যবস্থা নিতে পারেনি৷ উপযুক্ত প্রস্তুতির অভাবেই দেশকে এত দীর্ঘ সময় লকডাউনে থাকতে হচ্ছে”। প্রধানমন্ত্রীর লকডাউন ঘোষণাকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূলের ভোট-বিশেষজ্ঞ প্রশান্ত কিশোর। মোদি সরকারের দিকে তোপ দেগে প্রশান্ত কিশোরের অভিযোগ, “উপযুক্ত প্রস্তুতি নিতে অনেক দেরি হয়েছে৷ এই দীর্ঘ লকডাউনের জেরে আগামী দিনে ভারতের উপর গভীর সংকট নেমে আসতে চলেছে”।

লকডাউন নিয়ে যখন কোনও রাজনৈতিক দলই কথা বলছেনা, তখন প্রথম সমালোচনায় নামলেন প্রশান্ত কিশোর৷ এক টুইটে এই ভোটকুশলী বলেছেন, “ভারতকে ২১ দিন লকডাউন করার সিদ্ধান্ত হয়তো সঠিক। কিন্তু ২১ দিন সময়টা একটু বেশি। আসলে প্রস্তুতির
দৌড়ে পিছিয়ে থাকলে এমন মূল্যই দিতে হয়।” পিকে-র অভিযোগ, করোনা- মহামারি মোকাবিলার উপযুক্ত প্রস্তুতিই সরকারের ছিল না। তিনি বলেছেন,”খুব দুর্বল প্রস্তুতি এবং গরিবদের রক্ষা করার কোনও পরিকল্পনা না থাকার ফলে, আমাদের সামনে কঠিন সময় অপেক্ষা করে আছে।”