এযেন মৃত্যু মিছিল। যা থামার কোনও লক্ষণ নেই। এপর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১৭৭টি দেশের ৭ লক্ষ ৮৪ হাজার ৪৪০ জন। মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৭৮১ জনের। চিন করোনা বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারলেও, এমুহূর্তে সবথেকে খারাপ অবস্থা স্পেন,ইতালি, আমেরিকা ও ইরানের। ইংল্যান্ডও রয়েছে এই তালিকায়। এই মূহুর্তে ব্রিটেনের স্বাস্থ্য আধিকারিকরা চিন্তা করছেন আগামী ছয় মাস লকডাউন চালু রাখবেন। না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। ইতালির আক্রান্তের সংখ্যা ১ লক্ষ পেরিয়ে গেছে। আক্রান্ত হয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। চিনে নতুন করে যে ৩০ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে, তারা বাইরে থেকে সংক্রমিত হয়ে দেশে ফিরেছিলেন বলে জানা গিয়েছে। এদিকে আমেরিকায় মোট করোনা আক্রান্তের সংখ্যা
লক্ষ ৫৬ হাজারের বেশি। যা ছাপিয়ে গেছে চিনকেও। ভারতেও বেশ উদ্বেগের সঙ্গেই লড়াই চলছে করোনার সঙ্গে। যদিও ২১ দিনের লকডাউন অনেকাংশেই কার্যকরী হবে বলে একাংশের মত। কিন্তু সঠিক ওষুধ আবিস্কার না হওয়ায় চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। অন্যদিকে এই মারণ রোগে আশার আলো একটিই যে, সুস্থ হয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ৩৮৭।