লকডাউনের সময় সোশ্যাল-ডিসট্যান্স বজায় রাখতে দেশবাসীকে ঘর-বন্দি থাকার আবেদন জানানো হয়েছে। ঠিক তখনই বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফেসবুকে পোস্ট করে জনগণের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন। ওই পোস্ট ছড়িয়ে পড়ামাত্রই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে তাড়ানো হয়েছে ইনফোসিস থেকে।
এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম মুজিব মহম্মদ। ২৫ বছরের মুজিব ফেসবুক পোস্টে লিখেছিলেন, “Let’s join hands, go out and sneeze with open mouth in public. Spread the virus.”
অর্থাৎ ‘‘আসুন হাত ধরে বাইরে বেরোই এবং প্রকাশ্যে খোলা মুখেই হাঁচি। ভাইরাস ছড়িয়ে দিন।’’
The social media post by the employee is against Infosys’ code of conduct and its commitment to responsible social sharing. Infosys has a zero tolerance policy towards such acts and has accordingly, terminated the services of the employee. (2/2)
— Infosys (@Infosys) March 27, 2020
এই পোস্ট দেখেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। সিটি ক্রাইম ব্রাঞ্চ বেঙ্গালুরুর জয়েন্ট কমিশনার সন্দীপ পাতিল বলেছেন, ‘‘লোকজনকে হেঁচে ভাইরাস চড়িয়ে দিতে বলা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর নাম মুজিব। তিনি একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করেন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’’
বিষয়টি জানতে পেরেই মুজিবের বিরুদ্ধে তদন্ত শুরু করে ইনফোসিস। সেই তদন্তের পর তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি টুইট করে জানিয়েছে ইনফোসিস। টুইটে লেখা হয়েছে, ‘‘আমাদের কর্মীর সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে তদন্ত শেষ হয়েছে। এটা ভুলবশত করে ফেলা কাজ নয়৷ ওই কর্মীর সোশ্যাল মিডিয়া পোস্ট ইনফোসিসের সামাজিক দায়বদ্ধতা ও কোড অব কনডাক্টের পরিপন্থী। এ হেন কাজের জন্য জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। ওই কর্মীকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে।’’
কর্নাটকে ইতিমধ্যেই
করোনা- আক্রান্তের সংখ্যা ৬৪ হয়েছে। ৩ জনের মৃত্যুও হয়েছে৷