করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে আর্থিকভাবেও প্রস্তুত ভারত। কেন্দ্রের কাছে এই মুহূর্তে ওয়ার চেস্ট রয়েছে ৬০ হাজার কোটি টাকারও বেশি। তারমধ্যে ৩০ হাজার কোটি টাকা ইতোমধ্যে বরাদ্দ করা হয়েছে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ডে (এসডিআরএফ)। একই সঙ্গে ২০২০-২১ অর্থবর্ষের ডিজাস্টার রিলিফ অ্যান্ড মিটিগেশনের জন্যেও বরাদ্দ করা হয়েছে একই অঙ্কের টাকা। এই ওয়ার চেস্ট তহবিলের পাশাপাশি বাড়তি অর্থ ভান্ডার হিসেবে রয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়া আর্থিক সাহায্য।
সূত্রের খবর, ৩০ মার্চ পর্যন্ত এসডিআরএফ তহবিলে ৩০ হাজার কোটি টাকা ছিল। প্রত্যেক বছর প্রতিটি রাজ্যের ত্রাণ এবং রিহ্যাবের জন্যে যে অর্থ বরাদ্দ হয় তা দিয়েই এই তহবিল গঠন করা হয়। যেহেতু এসডিআরএফ এবং এনডিআরএফ তহবিলের টাকা নন-ল্যাপসেবল, তাই প্রতি বছর পুরনো অঙ্কে যোগ হয় নয়া বরাদ্দ।
লকডাউনের জন্যে ভিন রাজ্য থেকে যে বিপুল সংখ্যাক শ্রমিক নিজেদের রাজ্যে ফিরছেন, তাঁদের সাময়িক থাকার জায়গা, খাবার, চিকিত্সা এবং আচ্ছাদনের সব খরচ এসডিআরএফ তহবিল থেকেই খরচ করার সিদ্ধান্ত শুক্রবার জানিয়েছে কেন্দ্র সরকার।
প্রত্যেক রাজ্যকে এই কঠিন সময়ে আশ্বস্ত করে কেন্দ্র জানিয়েছে করোনার সঙ্গে লড়াইয়ে কখনও আর্থিক সংকটের মধ্যে পড়তে হবে না।