করোনার উপর পাল্টা আক্রমণ চালান : হু প্রধান।

লকডাউন করেই একমাত্র করোনার প্রকোপ আটকানো সম্ভব নয়। কারণ এই পদক্ষেপে করোনা ছড়িয়ে না পড়লেও, একে একেবারে নির্মূল করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম ঘেব্রেসাস। বিশ্বের প্রায় ১৯০টি দেশ করোনায় আক্রান্ত। যে সব দেশে ব্যাপক মহামারী আকার ধারণ করেছে কিংবা আশঙ্কা রয়েছে, তারা লকডাউনের পথে হেঁটেছে। ভারতও তার ব্যতিক্রম নয়। কিন্তু হু-এর প্রধান বলছেন, লকডাউনই যথেষ্ট নয়। করোনা সংক্রমণ রোখা গেলেও, সম্পূর্ণ ভাবে খতম করা সম্ভব নয়। তাই প্রয়োজন করোনার উপর পাল্টা আক্রমণ চালানো।

ঘেব্রেসাস জানান, “লকডাউনের পথে হেঁটে বাঁচার বিকল্প পথ খুলতে পেরেছি। এবার এই সময়কে কাজে লাগানো দরকার। প্রয়োজন করোনাকে শনাক্ত করে আইসোলেশন, পরীক্ষা এবং চিকিত্সার। করোনাকে রুখতে এগুলিই এখন আদর্শ পথ।” বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭১ হাজার। মৃত্যু ছাড়িয়েছে ২১ হাজার। ভারতে এপর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন