‘‘উন্নাও কাণ্ড নিয়ে মাকে প্রশ্ন, মন্ত্রীকে নয়’, কি বলবেন? স্মৃতিকে প্রশ্ন শতাব্দীর

নিজস্ব প্রতিনিধি : ‘‘উন্নাওয়ে কাণ্ড নিয়ে কী উত্তর দেবেন? আমি কোন মন্ত্রীকে নয়, মাকে জিজ্ঞাসা করছি। আমি একজন মায়ের থেকে উত্তরটা আশা করছি।’’ সংসদভবনে উন্নাও নিয়ে স্মৃতিকে আক্রমণ করলেন শতাব্দী। তিনি আরও অভিযোগ করে বলেন, উন্নাওয়ের নিগৃহীতার পরিবারকে পুলিশ কোনও নিরাপত্তার দেয়নি।

আজ পকসো আইন কড়া করতে গিয়ে এই প্রশ্নের উত্তের স্মৃতি বলেন, ‘‘সংবিধানে কোথাও লেখা নেই, যে সাংসদ বা বিধায়ক কেউ আইনের ঊর্ধ্বে।’’ শতাব্দী উন্নাও প্রসঙ্গ তুলে সরকারকে অস্বস্তিতে ফেলায় বিরোধী সাংসদেরা টেবিল চাপড়ে বাহবা জানিয়েছিলেন। স্মৃতি বলেন, ‘‘তৃণমূল সাংসদ শতাব্দী আমাকে মা হিসেবে এই প্রশ্ন করেছিলেন। তাতে কোন পুরুষ সাংসদের টেবিল চাপড়ানোটা একদম মানায় না।’’ উন্নাও নিয়ে প্রশ্নের জবাবে স্মৃতির জানান, এর আগে নির্ভয়া কাণ্ড ঘটার পরেই ফৌজদারি দণ্ডবিধিতে সংশোধন করে ধর্ষণে কড়া শাস্তির দাবী করেছিল। নৃশংস অপরাধে ফাঁসির নিদানও রয়েছে। প্রমাণের ভিত্তিতে আদালত শাস্তি দেবে। সাংসদ হোন বা বিধায়ক, কেউ তার বাইরে থাকবেন না। এই সব আইন তৈরি এনেছে মোদী সরকার।

স্মৃতি বলেন, নিগৃহীতাদের কী ভাবে নিরাপত্তা দেওয়া হবে, সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রক সব রাজ্যকে নির্দেশিকা পাঠিয়েছে।

https://aamarsakal.com/2019/08/02/the-situation-is-critical-but-the-victim-will-not-be-taken-to-delhi-the-supreme-court-upheld-the-wishes-of-the-family/

মাত্র ১৭ বছরের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ ওঠেছে বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার বিরুদ্ধে। তার পর নিগৃহীতাকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। শিশু ধর্ষণে ফাঁসির সাজা দিয়ে পকসো আইন পাশ করাতে গিয়ে আজ এ হেন প্রশ্নের মুখে পড়ল নরেন্দ্র মোদী সরকার।

আজ তৃণমূল সাংসদ শতাব্দী রায় মোদী সরকারের বিরুদ্ধে একহাত নিয়ে বললেন, উন্নাওয়ের মেয়েটি কী দোষ করেছিল? এরপর থেকে ওর বাকি জীবনটা কীভাবে চলবে? এছাড়াও তিনি বললেন, বিজেপি নেতৃত্ব, কেন্দ্রের মোদী সরকার ও যোগী আদিত্যনাথের সরকার বিধায়ক কুলদীপকে আড়াল করছে।

রাজ্যসভার পরে লোকসভাতেও আজ পাশ হল পকসো বিল। কিন্তু অনেকেই সংসদে প্রশ্ন তুলেছেন, শিশু ধর্ষণে ফাঁসির ব্যবস্থা করে কি অপরাধ ঠেকানো যাবে? কারণ, ২০১৬-র ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর হিসেব বলছে, ৯৪ শতাংশের বেশি ক্ষেত্রে পরিবারের লোক বা আত্মীয়রাই অপরাধ করেন। অধিকাংশ ক্ষেত্রে তাই অভিযোগই দায়ের হয় না।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন