নিজস্ব প্রতিনিধি:

ইস্টবেঙ্গল (East Bengal)। প্রাদেশিকতার গন্ধ মাখা এই নামেই যতো বিতর্ক। আবার এই নামেই মিশে রয়েছে আবেগের আতিশয্য।ইষ্টবেঙ্গল মানেই বাঙালী আবেগ।‘গর্বের একশো’, ‘স্পর্ধার একশো’ এবং আরও অনেক কিছু। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে এমন ছবি-বার্তা ঘুরে বেড়াচ্ছিল বেশ কয়েকদিন ধরে। এখনও তার রেশ কাটে নি। ইস্টবেঙ্গলের শতবর্ষ পূরণ। এবার কলকাতা ছাড়িয়ে প্রবাসে থাকা ইস্টবেঙ্গল সমর্থকরা সেখানেই পালন করলেন তাদের প্রিয় ক্লাবের শতবর্ষ।

লন্ডনের বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের সঙ্গে গাঁটছড়া বেঁধে ইস্টবেঙ্গল সমর্থকরা উদ্যোগ নিয়েছিলেন। তাতে পাশে দাঁড়িয়েছিল স্পনসর কোয়েসও। শনি-রবিবার মিলিয়ে পৃথিবীর একশোটি জায়গায় লাল-হলুদ পতাকা তুললেন সমর্থকরা।

কোয়ালালামপুর থেকে অকল্যান্ড, আমস্টারডাম থেকে টোকিও, সর্বত্র উড়ল ইস্টবেঙ্গলের পতাকা।লন্ডন ব্রিজের সামনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার চিমা ওকেরি। নিউ জার্সিতে কল্লোল ক্লাব হলে কেক কেটে, ক্লাবের পতাকা তুলে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিয়ান জয়ের অন্যতম নায়ক মাইক ওকোরো। ছিলেন লাল-হলুদে খেলে যাওয়া আর এক বিদেশি বোলাজিও।
https://aamarsakal.com/2019/08/01/pride-1-spreader-3-red-yellow-rich-men-do-not-tolerate-dishonor-tathagats-pity-on-the-centennial-stage/