নিজস্ব প্রতিনিধি : ২৫ বছর আগে দেশের চলে এসেছিলেন। কিন্তু এখনও সেই ব্যথা ভোলেননি তিনি। এখন কিছু কিছু সময় নিজের দেশ, নিজের ঘর, নিজের মানুষদের ছেড়ে আসা তাঁকে মাঝে মাঝে কাঁদায়। এখন তিনি থাকেন ভারতের রাজধানীতে। এখন তিনি ভারতীয় একজন নাগরিক তথা বিখ্যাত লিখিকা তসলিমা নাসরিন।

সম্প্রতি কিছুদিন আগেই একটি পোস্টে তিনি লিখেছিলেন, ”৮ আগস্ট, ১৯৯৪। আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। আজ ৮ আগস্ট ২০১৯। মাঝখানে ২৫ বছর চলে গেছে। আমি এখনও দেশহীন, গৃহহীন।” তিনি তসলিমা নাসরিন বাংলাদেশ ছেড়েছেন ২৫ বছর হল।

তসলিমা নাসরিন তাই দেশের স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না। তেরঙা হাতে ছবি পোস্ট করলেন ফেসবুকে। হাসি মুখে হাতে তেরঙা নিয়ে তুললেন ছবি। বাড়ির ছাদেও ওড়ালেন ভারতের জাতীয় পতাকা।

ভারতের ৭৩তম স্বাধীনতা দিবসে তসলিমা নাসরিন লিখলেন, আজ ১৫ অগস্ট সকালে বাড়ির ছাদে পতাকা ওড়ালাম। ব্রিটিশের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা। আমরা কি স্বাধীনতার মূল্য বুঝি? অধিকাংশই তো বুঝিনা। আমাদের দিশি শাসকেরা সেই শাসকদেরই অনুকরণ করেন, যাদের বিরুদ্ধে আমরা একসময় যুদ্ধ করেছিলাম। তারপরও স্বাধীনতার পতাকা ওড়াও। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে যে যার ঝাণ্ডা ওড়াও।