নিজস্ব প্রতিনিধি : অপুষ্টিতে মৃত্যু হল প্রায় ২০০-র বল্গা হরিণের। এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে নরওয়েক মেরু অঞ্চলের সোয়ালবার দ্বীপপুঞ্জের। তবে গবেষকরা দাবী করেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এতগুলি প্রাণীর একসঙ্গে মৃত্যু হয়েছে।
নরওয়ের গবেষক আশলিদ ওনভিক পেডেরসেন জানিয়েছেন, ‘জয়বায়ু পরিবর্তনই ভয়াবহ মৃত্যুর আকার ধারণ করেছে, আর তারই এই বিরল ছবি ধরা পড়েছে রেইন ডিয়ারগুলির মৃত্যুতে।’ মানুষের বসবাসের থেকে একেবারে বিচ্ছিন হয়ে থাকায় বন্যপ্রাণীদের মধ্যে জলবায়ুর পরিবর্তন মৃত্যুর কারণ বলে দাবি করেছেন তিনি। বেশ কয়েক দিন দরে ভারী তুষারপাতের কারণে তারা খাবার খুঁজতে পারেনি। যার ফলে তারা অপুষ্টিতে মারা গেচ্ছে। এক সাথে এত প্রাণীর মৃত্যুতে উদ্বিগ্ন গবেষকরা।
রেইন ডিযাররা ঘাসকে খেয়ে বেঁচে তাকত। আর এত ভারী তুষারপাতের কারণে ডিয়াররা ঘাস খুঁজে পাইনি। এছাড়াও রেইন ডিয়াররা মাটি খুঁড়ে খাবার জোগাড় করত। কিন্তু তুষারপাতের কারণে তারা খাবারও সংগ্রহ করতে পারিনি। শুধু তুন্দ্রা নয়, মেরু অঞ্চল, এশিয়া এবং উত্তর আমেরিকার বাস্তুতন্ত্রেও রেইন ডিয়ারের ভূমিকা রয়েছে। মেরু অঞ্চলে তৃণভোজী প্রাণীদের মধ্যে অন্যতম একজন প্রাণী রেনডিয়ার।
এমনিতেও এই মুহুতে পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের পরিবেশের সাথে সামঞ্জস্য রাখতে হবে। একদিকে সারা বিশ্বে যে হারে গাছ কাটা হয়ছে তাতে পৃথিবীর ভারসাম্য অনেকটাই নড়ে বসেছে। আর ঠিক এই সময়ে এ ভাবে ওরা শেষ হয়ে গেলে বাস্তুতন্ত্রই পাল্টে যাবে বলে আশঙ্কা করছেন নরওয়ের গবেষকরা।