নিজস্ব প্রতিনিধি : অবশেষে বহু দিনে প্রতিক্ষার অবসান। বুধবার থেকে যাত্রা শুরু করতে চলেছে বেনাপোল এক্সপ্রেস। এ দিন ঢাকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে ট্রেনটির আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ঢাকা-রাজশাহী ননস্টপ ইন্টারসিটি এক্সপ্রেসেরও উদ্বোধন করেন তিনি। মোট ১২ কোচের ট্রেনটি বেনাপোল এবং ঢাকার মধ্যে চলাচল করবে।
নতুন ‘বেনাপোল এক্সপ্রেস’-এর ফলে ভারত-বাংলাদেশ যাত্রী চলাচল আরও সুবিধাজনক হল। রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনটিতে এসি সিট ও এসি চেয়ার মিলিয়ে ৮৯৬টি (৭৯৫ নং ট্রেনের ক্ষেত্রে) এবং এসি বার্থ, এসি চেয়ার ও শোভন চেয়ার শ্রেণি মিলিয়ে ৮৭১টি (৭৯৬ নং ট্রেনের ক্ষেত্রে) আসনের ব্যবস্থা থাকবে। বেনাপোল এক্সপ্রেস সপ্তাহে একদিন অর্থাৎ বুধবার ২৪ ঘণ্টার জন্য বন্ধ থেকে পরদিন থেকে যথারীতি চলাচল করবে। শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে বনগাঁ গিয়ে পেট্রাপোল সীমান্তটি হেঁটে পেরিয়ে বেনাপোল স্টেশন থেকে এই ট্রেনটি ধরতে পারেন। থামবে ঈশ্বরদি, যশোর, ও ঢাকা বিমানবন্দর স্টেশনে।
প্রতি দিন সকাল সাড়ে এগারোটায় বেনাপোল থেকে ছেড়ে এই ট্রেন ঢাকা পৌঁছোবে সন্ধ্যা সাতটায়। অন্য দিকে, ঢাকা থেকে রাত সাড়ে বারোটায় ট্রেনটি ছেড়ে বেনাপোল পৌঁছোবে সকাল আটটায়। সাধারণ শ্রেণির জন্য টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় ৫০০ টাকা, এসি চেয়ারকারের জন্য ১০০০ টাকা ও এসি কেবিনের জন্য ১২০০ টাকা।