নিজস্ব প্রতিনিধি : মেট্রোর চলন্ত ট্রেনের দরজায় হাত আটকে প্রৌঢ়ের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে শহরজুড়ে। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কলকাতা পুলিশে। তদন্তের জন্য ইতিমধ্যেই ছানবিন শুরু করে দিয়েছেন পুলিশের দুঁদে কর্তারা। এমনকি ঘটনার গুরুত্ব বিচার করে তদন্তের জন্য দিল্লি থেকে ছুটে এসেছেন রেলবোর্ডের শীর্ষকর্তারা। এদিন মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। যে রেকে দুর্ঘটনা ঘটেছে, সেটি পরীক্ষা করে দেখা হয়েছে। সজলকুমার কাঞ্জিলালের প্রাণ কেড়ে নেওয়া কোচের দরজার সেনসর ঠিকমতো কাজ করেনি বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। এদিকে, আগামিদিনে এই ধরনের ঘটনা রুখতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রতিটি স্টেশনে আয়না বসানোর সিদ্ধান্ত নিয়ে মেট্রো কর্তৃপক্ষ। এই আয়নার মাধ্যমে ট্রেন ছাড়ার আগে সম্পূর্ণ প্ল্যাটফর্ম দেখে নিতে পারবেন চালক।
গত শনিবার সন্ধ্যায় পার্ক স্ট্রিট স্টেশনে মেট্রোর কামরায় মর্মান্তিক মৃত্যু হয় সজলকান্তি কাঞ্জিলাল নামে এক বৃদ্ধের। ঘটনার পর কলকাতা মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তদন্তে নামে মেট্রো কর্তৃপক্ষ ও রেল। তাতে দেখা যায় ট্রেনের দরজায় থাকা সেন্সর কাজ না করায় দরজা পুরো বন্ধ না হলেও চলতে শুরু করে ট্রেন।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় সোমবার যাত্রীদের জানিয়েছেন, মেট্রোর দরজায় রবারের কুশনিং লাগানো রয়েছে। এই ধরণের ঘটনা ভবিষ্যতে ঘটলে টেনে দরজা থেকে হাত বার করে নিতে পারেন যাত্রীরা।