ভূত সেজে গৃহবধূর শ্লীলতাহানি! পাউডার উঠতে ধরা পড়ল প্রতিবেশী যুবক

নিজস্ব প্রতিনিধি : মাসখানেক ধরে ভূতের উৎপাতে নাছেহাল অবস্থা পরিবারে। অবশেষে গৃহধূর শ্লীলতাহানি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও একটা জ্যন্ত ভূত। এরপরই দেখা যায় পাশের বাড়ির যুবকই তার মুখে পাউডার, গায়ে কালি লাগিয়ে ভূত সেজে এই অসভ্য কাণ্ড ঘটিয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া পুর এলাকার থান্ডারপাড়ার।

আক্রান্ত গৃহবধূর অভিযোগ, সন্ধে হলে শোনা যেত নানান রকম আওয়াজ, রাত বিরেতে ঢিল পড়ত টালির চালে। কখনও বাসনের আওয়াজ পেতে থাকেন বাসিন্দারা। রবিবার রাতে একেবারে ঘরে ঢুকে পড়ে ভূত। একা থাকার সুযোগ নিয়ে এক গৃহবধূকে জাপটে ধরে ছিঁড়ে দিল ব্লাউজ। তারপর ওই বধূর চিৎকারে পরিবারের অন্যরা ছুটে এলে ধরা পড়ে যায় ভূত।  দেখা যায়, অন্য কেউ নয়। ভূত আসলে প্রতিবেশী যুবক সুরজ শেখ। শ্লীলতাহানি করতে গিয়ে ভূত ধরা পড়ার পর বেধড়ক পেটায় এলাকার লোকজন। এরই মধ্যে অভিযুক্তের পরিবারের লোকেরা এসে তাকে নিয়ে চলে যায়।

আক্রান্ত গৃহবধূ জানিয়েছেন, প্রতিবেশী যুবক সুরজ শেখ মুখে পাউডার ও গায়ে কালি মেখে ভূত সেজে এসেছিল। তবে আমি হাল ছাড়িনি। ধরে জাপটে ধরি তাকে। তার পরই বেরোয় তার আসল রূপ।

ঘটনায় কাটোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবার। সোমবার দুপুরে ওই যুবকের বাড়িতে গিয়েছিল পুলিশ। কিন্তু তাকে পাওয়া যায়নি। সুরজের মাকে আটক করেছে পুলিশ। কাটোয়া থানার পুলিশ জানিয়েছে সুরজের খোঁজে তল্লাশি চলছে। আক্রান্তের ঠাকুমা কালী বিবির দাবি, নাতি নির্দোষ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন