নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ কয়েকবছর একসাথে কাটানোর পর গতকাল আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ নিলেন অ্যামাজন ডট কম ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। শুক্রবার তাঁর স্ত্রী ম্যাকিনজি বেজোসও স্যোশাল মিডিয়ায় তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, বিচ্ছেদের পরে অ্যামাজনের ৩৮৩০ কোটি ডলার শেয়ারের মালিক হবেন প্রাক্তন স্ত্রী ম্যাকিনজি। এদিন সিয়াটলের এক বিধায়ক তাঁদের দীর্ঘ ২৫ বছর বিবাহিত জীবনের বিচ্ছেদের কথা ঘোষণা করেন।
বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিক্রেতা সংস্থা অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়, সংস্থার মোট শেয়ারের চার শতাংশ পাবেন ম্যাকিনজি। এর পরেও জেফ বেজোসের হাতে থাকবে সংস্থার ১২ শতাংশ শেয়ার। কিন্তু চার শতাংশ শেয়ারের মালিক হওয়ার সুবাদে ম্যাকিনজি বোর্ড অব ডিরেক্টরসের বৈঠকে ভোট দিতে পারবেন।
গত জানুয়ারিতে অ্যামাজন ডট কম ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা জেফ বেজোস জানিয়েছিলেন, তিনি ডিভোর্স করছেন।